হৃদরোগে আক্রান্ত হাওয়া বিবি’র চিকিৎসার জন্য সাহায্যের হাত বাড়ান

যশোরের চৌগাছা উপজেলার নারায়নপুর গ্রামের বাসিন্দা হাওয়া বিবি (৪৬)। তিনি দুই বছর ধরে হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ্য অবস্থায় চিকিৎসাধীন। তার এই চিকিৎসার জন্য প্রায় ৫ লাখ টাকার প্রয়োজন। কিন্তু অভাবের সংসারে এই টাকা তার স্বামীর পক্ষে জোগাড় করা সম্ভব নয়। এজন্য তিনি সমাজের বিত্তবানদের কাছে সাহায্য কামনা করেছেন।

চিকিৎসকরা জানিয়েছেন, হাওয়া বিবি’র দ্রুত অপারেশন করতে হবে। তার চিকিৎসার জন্য প্রায় পাঁচ লাখ টাকা প্রয়োজন। চা বিক্রেতা স্বামী আবদুল কুদ্দুচের উপার্জনে পাঁচ সদস্যের সংসার ঠিকমত চলে না। তাই পরিবারের পক্ষে চিকিৎসা খরচের টাকা জোগাড় করা সম্ভব হচ্ছে না। টাকার অভাবে চিকিৎসা অনিশ্চিত হয়ে পড়েছে হাওয়া বিবির।

আরও পড়ুন:
রাঙ্গামাটি, চর বড়লই ও চর বড়ভিটা সঃ প্রাঃ বিদ্যালয়ে; স্লিপ, প্রাক ও ক্ষুদ্র মেরামত প্রকল্পে অনিয়মল
হত্যা মামলায় যুবলীগের কর্মীকে আটক করেছে পুলিশ

মানবিক দিক বিচেনায় তার চিকিৎসার খরচ যোগাতে পরিবারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী ও সমাজের বিত্তবান মানুষের আর্থিক সহযোগিতা কামনা করা হয়েছে। তার কাছে সাহায্য পাঠানোর যোগাযোগ: আবদুল কুদ্দুস (স্বামী), গ্রাম ও ডাক: নারায়ণপুর, উপজেলা: চৌগাছা, জেলা: যশোর। সঞ্চয়ী হিসাব নম্বর-৫৯। বাংলাদেশ কৃষি ব্যাংক, নারায়নপুর শাখা, চৌগাছা-যশোর। ফোন নং ০১৭৪৫-৭৫৫০২২ (আবদুল কুদ্দুচ)।

আগস্ট ৩০, ২০১৯ at ১৭:০৭:১৪ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/বিএমএফ/কেএ