সশস্ত্র ডাকাতির ঘটনায় পুলিশের বিশেষ অভিযানে তিনজন ডাকাত আটক

দামুড়হুদা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ডাকাত চক্রের সক্রিয় তিনজনকে  আটক করেছেআটকৃতরা হলো,দামুড়হুদা উপজেলার জয়রামপুর গাতীর পাড়ার মৃত ইউসুফ আলীর ছেলে নাসির উদ্দীন(৬০)গোবিন্দপুর গ্রামের আ:রাজ্জাকের ছেলে বাবু(৩০),ডুগডুগি গ্রামের রফিকুল ইসলামের ছেলে হাসিবুল হাসান(২৯)গতকাল বৃহস্পতিবার দিন ব্যাপি পৃথক পৃথক অভিযান চালিয়ে এদেরকে আটক করে পুলিশ

পুলিশ জানায়,দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ সুকুমার বিস্বাসের নেতৃতে¦ গোপন সংবাদের ভির্ত্তিতে এস আই রফিকুল হাসান,এস আই কামরুল হাসান,এস আই আমজাদ,এএস আই রমেন কুমার সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে পৃথক পৃথক অভিযান চালিয়ে ডাকাত দলের সক্রীয় তিন সদস্য দের আটক করে।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ সুকুমার বিস্বাস জানান, গত সোমবার-মঙ্গলবার রাতে উপজেলার জয়রামপুর ষ্টেশন সংলগ্ন মুদি দোকানে-লোকনাথপুর বাড়িতে ঢুকে ডাকাতির ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে নাসির উদ্দিন,বাবু ও হাসিবুল হাসান(২৯) কে আটক করা হয়েছে।এ অভিযান অব্যাহত রয়েছে তবে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলা আছে।তিনি আরও জানান, আজ শুক্রবার আটকৃত তিনজন ডাকাত কে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হবে।
উল্লেখ্য,গত সোমবার গভীর রাতে দামুড়হুদার জয়রামপুর রেল ষ্টেশন সংলগ হাটের ভিতরে মুদি দোকানের সাটার কেটে ডাকাতি ও গত মঙ্গলবার লোকনাথপুর বাড়িতে ঢুকে সশস্ত্র ডাকাত দলের তান্ডবের ঘটনা ঘটেছে।
আগস্ট ৩০, ২০১৯ at ১১:১৮:১৪ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/টিআর/কেএ