দুর্নীতিদের কার্যকলাপ

বিভিন্ন অফিসে ঘুষখোর দূরনীতিদের চলছে মেলা 
শিক্ষিত লোক পায়না ভাত থাকে তাঊ অবহেলায়
একটুও নেই কলমের জোর আছে শুঈ কূ-বুদ্ধি
সবসময় চলে অসৎ পথে হয় তবুও সম্পদশালী।
কোনো অফিসে কাজের জন্য একটু যেতে চাইলে
প্রতিটি ক্ষেত্রে পকেট থেকে টাকা খরচ করতে হয়
হায়রে ঘুষখোর একটুও মনে নেই কি কোনো ভয়?
ঘুষের টাকায় সুখের জীবনের হিসেব দিতে হবে।
যখন গিয়ে কাজ নিয়ে বসে করি আলোচনা
তখনই যেনো বলতে থাকে আজ সময় ভালো না,
বুঝতে পারি কি বলতে চায় যাচ্ছে টাকা পয়সা
জানেন তো বর্তমান বাজারে  চলতে হয় কষ্ট।
আপনার এই কাজে দেখছি অনেক ঝামেলা
অনেক খরচ লাগবে কাজে তা না হলে হবেনা
না, না, স‍্যার এই কাজটি আমার খুবই প্রয়োজন
যে ভাবে হোক কাজ করবেন সব দেবো বিসর্জন।
আচৈ ঠিক আছে ঠিক আছে, ওভাবে বলবেন না?
আপনার কাজ করে দিবো তবে ঐ ঘরে চলেন না
ঠিক আছে চলুন স‍্যার একটু আলোচনা করি বসে
তাড়াতাড়ি বলেন সময় নেই যেতে হবে বাহিরে।
এখানে স‍্যার পাঁচ লক্ষ টাকা আছে গুনতে হবেনা
দয়াকরে স‍্যার কাজটি আর ফেলে রাখবেন না
কি যে বলেন হবেনা অনেক ঝামেলা আছে কাজে
এবার আসুন আমার বাহিরে জরুরি কাজ আছে।
পায়ে ধরি স‍্যার এখন দিচ্ছি আরো দুই লক্ষ টাকা
ওহ্ ঠিক আছে আমি গরীবের কষ্ট স‌ইতে পারিনা
আপনারা দুদিন পরে পাবেন  কাজের ফলাফল 
তাহলে আসুন আমি আর সময় দিতে পারছিনা।
ঘুষের টাকা ব‍্যাগ ভর্তি নিয়ে চলছে গাড়ি নিয়ে
গাড়িতে বসে করছেন ফোন ডার্লিং পাপিয়াকে
হ‍্যায় পাপিয়া তোমাকে নিয়ে আজ করবো ডিনার
চলে এসো শেরাটনে করছি তোমার অপেক্ষা।
কিছু সময় পরে সাদা গাড়িতে আসল পাপিয়া
গায়ে টি সার্ট পরনে জিনন্স প‍্যান্ট ঢংয়ের বাহানা
চলো গিয়ে ডিরিংস করি দূরের কর্ণারে বসে
পরে আমার ডিনার করবো উপরে গিয়ে দুজনে।
এভাবেই করছে খরচ ঘুষের টাকা কামাই করে
তারাই নাকি দেশের মাথা বলছে ঘুরে ঘুরে
এভাবেই ঘুষখোর আর দূরনীতিবাজ চলছে বেড়ে
তাদের বিরুদ্ধে চলবে কলম বসে থাকবোনা ঘরে।
ভালো লাগে না ঘরের ব‌উ সুন্দর দেখতে জরিনা
নষ্ট হচ্ছে দেশের সন্মান একথা ঘুষখোর বোঝেনা
আনন্দ আর ভুর্তি করে গভীর রাতে ফিরে ঘরে
ব‌উয়ের কথার উত্তর দেয় মেজাজ খারাপ করে।
ব‌উ জানেনা স্বামীর খবর বসে থেকে ঘরের মধ্যে
এভাবেধ্বংস হচ্ছে দেশ ওরা মরছে রাস্তায় পরে
কলমের কালিতে মনের শক্তিতে রুখে দাড়াবো
অন‍্যায়কারীর ঘুষের কথা সরকারকে জানাবো।
ঘুষ খেয়ে মাতাল হয়ে যারা বড় ভাবে নিজেদের
তারাই জানেনা ওপারেতে গিয়ে কি জবাব দিবে
মানুষ হয়ে মানুষের কাছ থেকে খাচ্ছে শুধু ঘুষ
দোয়া করি তবুও যেনো তাদের ফিরে আসুক হুশ।
আগস্ট ৩০, ২০১৯ at ১০:৫২:১৪ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/এফকে/কেএ