এবার কপাল পুড়ল সুজনের

কখনো ম্যানেজারের ভূমিকায় আবার কখনো কোচের ভূমিকায় লম্বা সময় থেকেই বাংলাদেশ দলের সাথে আছেন খালেদ মাহমুদ সুজন। কিন্তু এই দুই পদে থেকেই ২০১৫ সালের পর সর্বশেষ শ্রীলঙ্কা সফরে ক্যাসিনোতে গিয়ে দায়িত্বের প্রতি অবহেলা সুজনের স্পস্টই ফুটে উঠে। এ নিয়ে হয়েছে কঠোর সমালোচনা। তাই আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ও ত্রিদেশীয় সিরিজের জন্য নতুন ম্যানেজার নিয়োগ দেবে বিসিবি।

আরও পড়ুন :
কালো জিরার জাদুকরী ভেষজগুণ
মুখের দুর্গন্ধ দূর করার উপায়

বির্তকিত কাউকে আর বাংলাদেশ ক্রিকেট দলের টিম ম্যানেজার পদে রাখতে চায় না বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। তাই আগামী দুই বছরের জন্য অভিজ্ঞ কাউকে ম্যানেজার হিসেবে নিয়োগ দেয়ার পরিকল্পনা বোর্ডের। এমনটাই জানিয়েছেন দুই বোর্ড পরিচালক আকরাম খান ও জালাল ইউনুস। এ জন্য কিছু দিনের মধ্যে বিজ্ঞপ্তিও দেবে ক্রিকেট বোর্ড।

নির্দিষ্ট একটি সিরিজ নয়। লম্বা সময়ের জন্য এ পরিকল্পনা বোর্ডের। কিছুদিনের মধ্যে এ নিয়ে বিজ্ঞপ্তি দেবে বোর্ড। তবে, এ ক্ষেত্রে সাবেক ক্রিকেটারদের অগ্রাধিকার দেয়া হবে।

বাস্তবিক অর্থে লঙ্কান সফরের ওই ঘটনার পর ক্রিকেট বোর্ড বিব্রত। তাই পরবর্তী টিম ম্যানেজার নিয়োগ দেয়ার ক্ষেত্রে খুবই সচেতন বাংলাদেশ ক্রিকেট বোর্ড। -সময় নিউজ।

আগস্ট৩০, ২০১৯ at ০৮:১৫:২৫GMT+06)
দেশদর্পণ/আহা/জুবা/ইআ