মধুপল্লী পরিদর্শনে ভারতের হাই কমিশনার গাঙ্গুলী দাস

ভারতের হাই কমিশনার শ্রমতী রেভা গাঙ্গুলী দাস বুধবার দুপুরে কেশবপুরে সাগরদাঁড়ি পরিদর্শন করেন। তিনি মহাকবি মধুসূদন দত্তের শৈশবের স্মৃতি বিজড়িত কবির পিতা রাজ নারায়ণ দত্তের বাসস্থান ঘুরে ঘুরে দেখেন।

তিনি মধুসূদন মিউজিয়াম পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, আগামী বছর ২৫ জানুয়ারি মধুসূদনের জন্ম বার্ষিকী উপলক্ষে কবির বংশধর যারা ভারতে রয়েছেন রাষ্ট্রীয় পর্যায়ে নিমন্ত্রণ পেলে তাদেরকে নিয়ে আসার চেষ্টা করবেন।

আরও পড়ুন :
আওয়ামলীগের আয়োজনে বঙ্গবন্ধুর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী পালিত
৩৩৩ কলসেন্টারের মাধ্যমে উপকার পেয়েছেন ৭৩ হাজার ২৮৭ জন

হাই কমিশনারের উপস্থিতিতে প্রশাসনের পক্ষ থেকে তাঁকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হয়। এ সময় কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানূর রহমান, সহকারী পুলিশ সুপার আবু নাসের, থানার অফিসার ইনচার্জ-সহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আগস্ট ২৮, ২০১৯ at ২১:১৩:১৮ (GMT+06)
দেশদর্পণ/আহা/এসআরএস/আজা