রাজশাহী নগরীতে মোবাইল নিয়ে বিরোধের জেরে রবিন (২৬) নামের এক যুবককে কুপিয়েছে তারই বন্ধুরা। এই ঘটনায় আহত রবিনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত রবিন চন্ডিপুর এলাকার ইয়াসিন আলীর ছেলে। বর্তমানে সে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল দুপুর একটার দিকে চন্ডিপুর এলাকায় কয়েকজন বন্ধুর সাথে মারামারি লাগে রবিনের। এসময় তার বন্ধুরা চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে জখম করে রবিনকে। তাদের মধ্যে মোবাইল নিয়ে একটা বিরোধ চলে আসছিলো।
স্থানীয়দের ধারণা সেই মোবাইলের সূত্র ধরে এই ঘটনা ঘটেছে। রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহাদাত হোসেন খান বলেন, বিষয়টি তার জানা নেই।
আগস্ট ২৮, ২০১৯ at ২০:৩৩:১৮ (GMT+06)
দেশদর্পণ/আহা/এমআরআর/আজা