পাঙ্গাশিয়ায় বঙ্গবন্ধুর ৪৪ তম শাহাদাত বার্ষিকী পালন

পটুয়াখালীর দুমকি উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নে বুধবার (২৮ আগষ্ট) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে দিনের প্রথম প্রহরে জাতীয় পতাকা অর্ধনমিত করণ, কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ পরিধান করে।

পরে সকাল ১১ টায় হাজির হাট বাজারে ইউনিয়ন আওয়ামীলীগ এর কার্যালয়ের পাঙ্গাশিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ লতিফ আকনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের (ভারপ্রাপ্ত) সভাপতি মোঃ আবুল কালাম আজাদ ।

আরও পড়ুন :
আতঙ্ক নয় সচেতনতাই পারে ডেঙ্গু প্রতিরোধ করতে-যবিপ্রবি
ইবিতে ফিল্ড ওয়ার্ক ইন স্যোশাল ওয়ার্ক শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সৈয়দ গোলাম মর্তুজা, দুমকি বাজার বণিক সমিতিরি সাধারণ সম্পাদক মোঃ আবুল হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলাম জীবন, উপজেলা যুব লীগের সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম তুহিন, মোঃ আরিফুর রহমান, মোঃ মাসুদ আকন, প্রমুখ।

এছাড়াও দুমকি উপজেলা ও পাঙ্গাশিয়া ইউনিয়ন আ.লীগসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন, পরে দোয়া, মিলাদ মাহফিল ও মোনাজাত শেষে দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।

আগস্ট ২৮, ২০১৯ at ১৭:৫০:১৮ (GMT+06)
দেশদর্পণ/আহা/এমজ/আজা