ইবিতে পথনাটক ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ মঞ্চস্থ হয়েছে

ইসলামী বিশ্ববিদ্যালয় থিয়েটারের পরিবেশনায় ও বাংলাদেশ ছাত্রলীগ ইসলামী বিশ্ববিদ্যালয়ের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন কর্ম নিয়ে পথনাটক ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ বুধবার দুপুর ১২ টায় বাংলা মঞ্চে মঞ্চস্থ হয়েছে।

নাটকটি শুরুর পূর্বে থিয়েটার কর্মী রুমি নোমানের পরিচালনায় সংক্ষিপ্ত আলোচনা সভায়, প্রধান হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. হারুন-আর-রশিদ আসকারী।

আরও পড়ুন :
এক মাসে ডেঙ্গু রোগী ৬৩ জন
মেক্সিকোর পানশালায় অগ্নিকাণ্ডে নিহত ২৩

বিশেষ অতিথি ছিলেন, উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহীনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, ছাত্রলীগের সভাপতি রবিউল ইসলাম পলাশ।

নাটকটির রচনা ও নির্দেশনায় ছিলেন কৌসিক আহমেদ। অভিনয়ে বঙ্গবন্ধু চরিত্রে ছিলেন অনি আতিকুর রহমান, ইয়াহিয়া চরিত্রে ছিলেন নুরুজ্জামান সাগর, কথক ছিলেন কৌসিক ও মোনালিসা, ঘোষক ছিলেন নিশাত উর্মি। কোরামদের মধ্যে ছিলেন ইমরান, মোনালিসা, নাহিদ, ফাহিম, শিমু, ইসতিয়াক, ইরানি, মোসাদ্দেক, রেজওয়ান।

বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে বঙ্গবন্ধুর অসামান্য অবদানের চিত্র নাটকটিতে তুলে ধরা হয়।

আগস্ট ২৮, ২০১৯ at ১৫:৪০:১৮ (GMT+06)
দেশদর্পণ/আহা/তএইচ/আজা