শিলংতীর জুয়ারির ১২ জন সদস্যকে আটক করেছে গোয়েন্দা পুলিশ

সুনামগঞ্জে শিলং তীর জুয়ার ১২ সদস্য কে আটক করেছে গোয়েন্দা পুলিশের একটি দল। মঙ্গলবার রাতে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গোয়েন্দা পুলিশ জানায়, তীর খেলার অপরাধে আটককৃতরা হল সদর উপজেলার ধোপাখালী এলাকার মৃত বৌবিন্দ্র দাসের ছেলে রিবেনদাস (৪০) ধোপাখালী এলাকার আবুল হোসেনের ছেলে সায়েক আহমদ (২৪) ষোলঘর এলাকার মৃত তমিজউল্লার ছেলে আমজাদআলী (২৬) মাইজবাড়ি এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে শাহিন মিয়া (৩০) উত্তর আরপিন নগর এলাকার স্বপনমিয়ার ছেলে ময়না মিয়া (২৮) জুগিরগাঁও এলাকার আব্দুলকরিমের ছেলে আব্দুল আজিজ ইফতি (২০) ধোপাখালী এলাকার আইয়ুব আলীর ছেলে ফারুক মিয়া (২৮) মইনপুর এলাকার রহমতআলীর ছেলে ফাইজুল ইসলাম (১৫) মাইজবাড়ি পশ্চিমপাড়া এলাকার মৃত গোলাম মস্তফার ছে্লে খলি্ল মিয়া (২০) মাইজবাড়ি এলাকার তছকির মিয়ার ছেলে আবজাল হেসেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাথারিয় গ্রামের মৃত রবান উল্লার ছেলে শহিদুল হক, আমবাড়ি এলাকার মুসা মিয়ার ছেলে মোঃআলআমিন ।

আরও পড়ুন :
৪৯ বোতল ফেনসিডিলসহ ২ জন আটক
সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত ১

গোয়েন্দা পুলিশের তৎপরতায় সন্তোশ প্রকাশ করেছেন অনেকেই বিদ্যালয়ের সামনে বকাটেদের ইভটিজিং,মাদক, সন্ত্রাস চাঁদাবাজসহ বিভিন্ন অপরাধে পুলিশের অভিযানে জনমনে স্বস্তি ফিরে এসেছে বলে জানান অভিবাবক ও স্থানীয় এলাকাবাসী ।

গোয়েন্দা পুলিশের ওসি কাজী মুক্তাদির আটকের সত্যতা নিশ্চিত করে জানান, শিলংতীর জুয়া খেলা যখন যুব সমাজকে ধংসের দিকে নিয়ে যাচ্ছে এই খেলা শহরের আনাছে খানাছে ভিবিন্ন এজেন্টের মাধ্যমে চালিয়ে আসছে। শিলংতীরের জুয়ারিরা পুলিশের হাতে আটক হয়ে জেলহাজতে গেলেও জামিনে বেরিয়ে আবার জুয়াখেলায় জড়িয়ে পড়ে। আটককৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলার প্রস্ততি চলছে।

আগস্ট ২৮, ২০১৯ at ১২:৩৬:১৮ (GMT+06)
দেশদর্পণ/আহা/জএ/আজা