মসজিদের ঈমামকে মারপিট করায় পুলিশের নিকট অভিযোগ

মণিরামপুর উপজেলার রাজগঞ্জের চালুয়াহাটী ইউনিয়নের বাগবাড়িয়া আশ্রয়ন প্রকল্প এর জামে মসজিদের ঈমামকে মারপিট করার বিষয়ে শহিদুল নামের এক ব্যক্তির বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগে জানা যায়, আশ্রয়নের জামে মসজিদের দেয়ালের পাশে শহিদলু গরুর গোবর, পোর্ল্টি পিষ্টসহ বিভিন্ন ময়লা আবজনা রাখে। সম্প্রতি ডেঙ্গুর আক্রমন বৃদ্ধি পাওয়ায় ঈমাম শহিদুলকে ময়লা ফেলতে বন্দ করতে বলে।

আরও পড়ুন :
এডিস মশার প্রজননের অনুকূল পরিবেশ
১৯৮০ বোতল দেশী মদসহ মাদক ব্যবসায়ী আটক

যার কারনে সে ক্ষিপ্ত হয়ে গত ১৬-৮-১৯ ইং তারিখে মসজিদ থেকে ঈমাম রুহুল কুদ্দুস বের হলে শহিদুল চড় থাপ্পড় মারে। এ ঘটনায় মুসাল্লিদের স্বাক্ষরিত ১৯ আগষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান উল্লাহ শরিফী ও উনিয়ন চেয়ারম্যান আব্দুল হামিদ সরদার এর নিকট শহিদুলের নামে ঈমাম অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে বীর মুক্তিযোদ্ধা নফর আলী ও মুসালিল নওরে আলী জানান, শহিদুল একজন দুষ্টু প্রকৃতির অসামাজিক লোক । তার বিরুদ্ধে নারী ঘটিত বিষয় সহ নানা অপকর্মের একাধিক ঘটনা রয়েছে। তার বিরুদ্ধে সকল অপকর্ম তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহনের জন্য জোর দাবী করছে মসজিদ কমিটির মুসালিল ও এলাকার সচেতন মহল।

আগস্ট ২৭, ২০১৯ at ২১:৪০:১৮ (GMT+06)
দেশদর্পণ/আহা/বএইচ/আজা