মদ খেয়ে মাতলামি করায় দুই মাসের কারাদণ্ড দিয়েছে আদালত

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় মোঃ গোলাপ মিয়া (৩৫) নামের এক যুবককে মদ খেয়ে মাতলামি করার অপরাধে ২মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মাতাল যুবক কারাবন্দ গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে।

আরও পড়ুন :
আ’লীগের দুগ্ররুপের মধ্যে সংঘর্ষ মহিলাসহ আহত ২০
ডেঙ্গু আক্রান্ত হয়ে গৃহবধূর মৃত্যু

পুলিশ সূত্রে জানা যায়,মঙ্গলবার দুপুরে বাদাঘাট বাজারে মদ খেয়ে বাড়ির আত্নীয় স্বজনের উপর মারপিট শুরু করে। খবর পেয়ে বাদাঘাট পুলিশ ফাড়ির ইনচার্জ এস আই আমির উদ্দিনসহ সঙ্গীয় ফোর্স গিয়ে মাতাল গোলাপের বাড়ি থেকে তাকে আটক করে বাদাঘাট পুলিশ ফাড়িতে নিয়ে আসে।

পরে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিফ ইমতিয়াজ ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাতাল গোলাপ মিয়াকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে সুনামগঞ্জ জেলহাজতে প্রেরণ করে।
বাদাঘাট পুলিশ ফাড়ির ইনচার্জ এস আই আমির উদ্দিন এর সত্যতা নিশ্চিত করেন।

আগস্ট ২৭, ২০১৯ at ২০:১১:১৮ (GMT+06)
দেশদর্পণ/আহা/জএব/আজা