পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

লক্ষ্মীপুরের রায়পুরে পুকুরের পানিতে ডুবে সুমাইয়া (৯) ও মিম আক্তার (১০)। দুই শিশুর করুন মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৭ আগস্ট) বিকেলে দেনায়েতপুর ৩ নং ওয়ার্ডে মঞ্জু মিয়াজির বাড়িতে এঘটনা ঘটেছে।

প্রতিবেশী হারুনুর রশিদ বলেন, একই বাড়িতে ভাড়া থাকায় তাদের মধ্যে গড়ে উঠেছে বন্ধুত্ব। একসাথেই দুজনেই নিজ শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া আসা করতেন। মাদ্রসা ছুটির পর বাড়িতে খেলতেন একসাতে। দিনের বেশিরভাগ সময়ই তারা দুজন থাকতেন একইসঙ্গে।

আরও পড়ুন :
চিকিৎসা না পেয়ে স্কুল শিক্ষার্থীর মৃত্যু, হাসপাতাল ভাংচুর
তুরস্কের কারাতেকিন বিশ্ববিদ্যালয়ের সাথে ইবির সমোঝতা চুক্তি

তিনি আরো বলেন, বাবা-মা সন্তানদের রেখে দুমুঠো আহার জন্য বাসা থেকে বের হয়ে যান। সুমাইয়া আর মিম দুজনই নিজের মতো করে মাদ্রসায় যান, খাওয়া-দাওয়া করে, খেলাধুলা করতো।

কিন্তু আজ বাসার পাশে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে মারা যায়। অথচ এই সন্তানদের নিয়ে কতই না স্বপ্ন ছিলো তাদের রিকশা চালক পিতা-মাতার। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে বলেও জানান তিনি।

নিহত সুমাইয়া আক্তার রায়পুর উপজেলার চরবংশী এলাকার নজরুল ইসলামের মেয়ে ও মিম আক্তার সদর উপজেলার চর রমনি মোহন গ্রামের মিজানুর রহমানের মেয়ে। তারা দুজন হালিমা (রা:) মহিলা দাখিল মাদ্রাসায় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী ছিলো।

এর আগে একই উপজেলায় গতকাল সন্ধ্যায় চরপাতা এলাকার প্রবাসী সোহেলের ছেলে আরাফাত হোসেন (৪) পুকুরের পানিতে ডুবে মারা যায়।

আগস্ট ২৭, ২০১৯ at ১৮:৫৫:১৮ (GMT+06)
দেশদর্পণ/আহা/এমক/আজা