তুরস্কের কারাতেকিন বিশ্ববিদ্যালয়ের সাথে ইবির সমোঝতা চুক্তি

তুরস্কের চানকিরি কারাতেকিন বিশ্ববিদ্যালয়ের সাথে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমোঝতা চুক্তি স্মাক্ষরিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় প্রশাসন ভবনের সভাকক্ষে ‘ইরাসমাস মোবিলিটি প্রোগ্রাম’ শেষে এ সমোঝতা চুক্তি স্মাক্ষরিত হয়।

তুরস্কের চানকিরি কারাতেকিন বিশ্ববিদ্যালয়ের ইরাসমাস অফিসের প্রধান ড. শোয়াইব তুরান ইবি’র সাথে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেন।

ইরাসমাস মোবিলিটি প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী। বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা এবং আহবায়ক হিসেবে বিশ্ববিদ্যালয় ইন্টারন্যাশনাল স্টুডেন্টস এ্যাফেয়ার্স সেলের পরিচালক অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন আজাদ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের সভাপতি অধ্যাপক ড. আতিকুর রহমান।

এছাড়াও অনুষ্ঠানে তুরষ্কের প্রতিনিধি ড. শোয়াইব তুরান, ড. বুরাক কেসিন, ড. এফেহান উলাস, সেরকান কোলডাস, বিভিন্ন অনুষদীয় ডিন, বিভাগীয় সভাপতি ও প্রশাসনিক কর্তাব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আগস্ট ২৭, ২০১৯ at ১৮:০১:১৫ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/সুচ/তআ