তাসলিমার পরিবারকে কেন এক কোটি টাকা ক্ষতিপূরণের নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল

রাজধানীর উত্তর বাড্ডায় গণপিটুনিতে তাসলিমা বেগম নিহত হওয়ার ঘটনায় এক কোটি টাকা ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। আদালতে শুনানি করেন অ্যাডভোকেট ইশরাত হাসান। আগামী চার সপ্তাহের মধ্যে সরকারকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

এর আগে গত ১৬ আগস্ট রাজধানীর উত্তর বাড্ডায় সন্তানকে স্কুলে ভর্তি করাতে গিয়ে গণপিটুনিতে তাসলিমা বেগম রেনু নিহত হওয়ার ঘটনায় এক কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে দাবি করা হয়।

আরও পড়ুন:
২৪ ঘন্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত আরও ২৪ জন
৭৮ লাখ টাকার সেতুর বেহাল অবস্থা

মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, তথ্য সচিব, পুলিশের আইজি, ডিএমপি কমিশনার ও বাড্ডা থানার ওসিকে বিবাদী করা হয়।

চলতি বছরে ২০ জুলাই সকালে রাজধানীর উত্তর-পূর্ব বাড্ডার, বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘ছেলেধরা গুজবে’ তাসলিমা বেগম রেনুকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটে।

আগস্ট ২৭, ২০১৯ at ১৬:৩৭:১৮ (GMT+06)
দেশদর্পণ/আহা/এএম/আজা