২৪ ঘন্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত আরও ২৪ জন

সিরাজগঞ্জে আবারও ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্য বেড়েই চলেছে। ২৪ ঘন্টায় আরও ২৪ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। মঙ্গলবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন সরকারী বেসরকারী হাসপাতালে ৪৭ জন ডেঙ্গু রোগে আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছে।

এদের মধ্যে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নতুন ২১ জনসহ চিকিৎসাধীন রয়েছে ৪৭ জন। জেলায় এ পর্যন্ত ডেঙ্গু রোগে আক্রান্ত রোগীর সংখ্যা ৫৬৯ জন। এদের মধ্যে ৫২২ জন চিকিৎসা সেবা নিয়ে সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছেন এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক মারা গেছে।

আরও পড়ুন :
শিশু ধর্ষন ও হত্যা মামলায় যুবকের মৃত্যুদন্ড
৯০ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ী আটক

সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের সুত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ২১ জন, নর্থ বেঙ্গল মেডিক্যাল কলেজ হাসপাতালে ৩ জন, ও এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৩ জন নতুন রোগী ভর্তি হয়েছে। এসব হাসপাতালে মোট ৪৭ জন রোগী চিকিৎসাধীন রয়েছে। এ পর্যন্ত চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে চলে গেছে ৫২২ জন।

সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা. জাহিদুল ইসলাম জানান, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা দরকার। পাশাপাশি বাড়ির আঙ্গিনা বস সময় পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে। যাতে করে ডেঙ্গু ছড়িয়ে পড়তে না পারে। বিশেষ করে যেখানে পানি আটকে থাকে সেই স্থান গুলো সব সময় পরিস্কার রাখতে হবে।

আগস্ট২৭, ২০১৯ at ১৫:২৬:১৮ (GMT+06)
দেশদর্পণ/আহা/অআর/আজা