শিশু ধর্ষন ও হত্যা মামলায় যুবকের মৃত্যুদন্ড

সিরাজগঞ্জে শিশু ধর্ষন ও হত্যা মামলায় নুর ইসলাম (৩০) নামে এক যুবককে মৃত্যুদন্ড ও এক লক্ষ টাকা অর্থদন্ড দিয়েছে আদালত। একই সাথে অপহরনের দায়ে যাবজ্জীবন কারাদন্ড, ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। বেলা সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ফজলে খোদা মো: নাজির এই কারাদন্ড প্রদান করেন।

আরও পড়ুন :
৯০ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ী আটক
বেনাপোল স্থলবন্দরের ৩৫ নং শেডে আগুন

দন্ডপ্রাপ্ত নুর ইসলামের বাড়ি সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের শিবনাথপুর গ্রামে।মামলার বিবরনীতে উল্লেখ করা হয়েছে ২০১৪ সালের ১১ অক্টোবর সন্ধ্যায় শিবনাথপুর গ্রামের নুর ইসলাম পাশের বাড়ির নজরুল ইসলামের শিশু কন্যা ঋতু (৮) কে টেলিভিশন দেখার কথা বলে বাড়িতে ডেকে নিয়ে যায়।

পরে বাড়ির পাশ্ববর্তী পটল ক্ষেতে নিয়ে শিশু ঋতুকে ধর্ষনের পর গলাটিপে হত্যা করে পালিয়ে যায়। পরের দিন সকালে ঋতুর রক্তাক্ত লাশ উদ্বার করে পুলিশ। এঘটনায় ঋতুর মা কোহিনুর বেগম বাদী হয়ে সিরাজগঞ্জ সদর থানায় অপহরন, ধর্ষন ও হত্যার অভিযোগ এনে নুর ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের করেন। দীর্ঘ স্বাক্ষ্য প্রমান শেষে আদালত আজ এ রায় প্রদান করেন।

আগস্ট২৭, ২০১৯ at ১৩:৪৫:১৮ (GMT+06)
দেশদর্পণ/আহা/অআর/আজা