৯০ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ী আটক

চুয়াডাঙ্গা দমুড়হুদা উপজেলার দর্শনা এলাকা র‍্যাবের মাদক বিরোধী অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে ৯০ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

র‍্যাব সুত্রে জানা গেছে, সোমবার ভোর আনুমানিক ৪ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২, র‌্যাব-৬ এর একটি চৌকস আভিযানিক দল কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাসুদ আলম এর নেতৃত্বে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানাধীন দর্শনা সাকিনস্থ এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনার নিমিত্তে গমন করেন।

পরবর্তীতে উপজেলার ছয়ঘরিয়া নামক স্থানে গোপন সংবাদের ভিত্তিতে দুজন মাদক ব্যবসায়ীকে ৯০ বোতল ফেন্সিডিলসহ আটক করতে সক্ষম হয়।

আরও পড়ুন :
বেনাপোল স্থলবন্দরের ৩৫ নং শেডে আগুন
নতুন সিন্ডিকেটের একমাত্র হাতিয়ার রোহিঙ্গা

আটককৃত মাদক ব্যবসায়ীরা হলো দর্শনা রেল কলোনীর আবেদ খাঁর ছেলে শাহীন খাঁ (২৫)। অপর মাদক ব্যবসায়ী হলো দামুড়হুদা নাস্তিপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে জসীম উদ্দীন (২৪)।উক্ত গ্রেফতারকৃত আসামীদ্বয়ের দখল হতে ৯০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

পরবর্তীতে উক্ত উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানায় হস্তান্তর করে। মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১৪(গ) ধারার মামলা করা হয়।

এ বিষয়ে ঝিানইদাহ র‍্যাব-৬ এর পরিচালক এএসপি মাসুদ আলম জানান, বর্তমান প্রেক্ষাপটে তরুণ সমাজ ধ্বংসের সবচেয়ে আলোচিত এবং অন্যতম মাধ্যম হিসেবে মাদকদ্রব্যকে ব্যবহার করা হচ্ছে। এতদ্সংক্রান্তে এক শ্রেণীর অসাধু মাদক ব্যবসায়ী নিজস্ব স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে অবৈধভাবে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানসহ প্রত্যন্ত অঞ্চলের যুব সমাজের হাতে মাদকদ্রব্য বা নেশাজাতীয় দ্রব্য পৌঁছে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে।

আগস্ট২৭, ২০১৯ at ১৩:৩৫:১৮ (GMT+06)
দেশদর্পণ/আহা/তআর/আজা