পেটের মেদ কমাতে রসুন

পেটের মেদ নিয়ে আমরা অনেকেই চিন্তায় থাকি কিভাবে মেদ কমানো যায়।অনিয়মিত চলাফেরার কারণেই মুলত আমাদের এই সমস্যার সৃষ্টি হয়।মেদ কমাতে রসুনের জুরি নাই,রসুনের সঙ্গে মেদ ঝরানোর সুসম্পর্ক রয়েছে। এতে থাকা ভিটামিন বি৬, ভিটামিন সি, ফাইবার, ম্যাংগানিজ এবং ক্যালসিয়াম ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করবে আপনাকে। রসুনে থাকা এক ধরনের কেমিক্যালজাতীয় উপাদান পেটের মেদ কমাতে সক্ষম।

আরও পড়ুন:
গ্যাস সিলিন্ডারের মেয়াদ বুঝবেন যেভাবে
বর্ষাকালের শরীর চর্চা

কীভাবে খাবেন রসুনঃ
সকালে খালি পেটে পানির সঙ্গে কাঁচা রসুন খেতে পারেন। এছাড়া কুসুম গরম পানিতে লেবুর রস ও রসুন কুচি মিশিয়ে পান করতে পারেন। নিয়মিত রসুন খেতে পারলে পেটের মেদ কমবে রসুন খেলে আরও যেসব উপকার পাবেন রসুন অনেকক্ষণ পর্যন্ত এনার্জি ধরে রাখতে সাহায্য করে। এছাড়া অতিরিক্ত খাওয়ার ইচ্ছা লোপ পায় রসুন খেলে। শরীরের অতিরিক্ত ক্যালোরি ঝরায় রসুন। এতে থাকা ভিটামিন সি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ন্যাশনাল ইন্সটিটিউট অব হেলথে প্রকাশিত এক গবেষণা মতে, রসুন রক্তের কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।

আগস্ট২৭, ২০১৯ at ০৯:১৭:১৮(GMT+06)
দেশদর্পণ/আহা/গোনি/ইআ