বর্ষাকালের শরীর চর্চা

বর্ষাকালে অফিস হোক বা পার্টি বা কোনও গেট টুগেদার, ঠিকঠাক সাজগোজ না হলে সবটাই মাটি। আর সাজগোজ পারফেক্ট করার জন্য দরকার সঠিক অ্যাকসেসরিজ। জেনে নিন নিজেকে কীভাবে সাজাবেন?

১) ওয়াটারপ্রুফ জুতা পরুন। যাদের রোজ চামড়ার জুতা পরতে হয়, তাঁরা অনায়াসে সিলিকনের তৈরি শু কভার ব্যবহার করতে পারেন। পরিবর্তে ফ্লিপফ্লপ, জেলি শু, গাম বুট্‌স তো রয়েইছে।

আরো পড়ুন:
নায়িকা হয়ে ফিরলেন জুঁই নারকেল তেলের সেই সুমি
বাংলাদেশ আফগানিস্তান টেস্ট সাকিবের সতর্কবার্তা

২) উন্নতমানের পিভিসি মেটিরিয়াল দিয়ে তৈরি ট্রান্সপারেন্ট রেনকোট ব্যবহার করতে পারেন। নজরকাড়া প্রিন্টের রেনকোটও আছে। ড্রেঞ্চ কোট বা রেন জ্যাকেট নামেও বিক্রি হয় রেনকোট।

৩) আর্টিফিশিয়াল মেটাল জুয়েলারি, টেক্সটাইল জুয়েলারির বদলে সোনা, রুপো, তামা অথবা হিরের ছোট স্টাড পরুন। গ্লাস বিড্‌সের জুয়েলারি পরতে পারেন।

৪) জিপার অর্থাৎ চেন রয়েছে এমন ব্যাগ ব্যবহার করুন। ওয়াটারপ্রুফ ব্যাগ ব্যবহার করুন।

আগস্ট২৭, ২০১৯ at ০৮:০৫:৩৪(GMT+06)
দেশদর্পণ/আহা/জুবা/ইআ