মোদীর ইংরেজি জ্ঞান নিয়ে মজা নিলেন ট্রাম্প

গতবছর ভারতের প্রধানমন্ত্রী সম্পর্কে বলতে গিয়ে নরেন্দ্র মোদীর কথা বলার ভঙ্গি নকল করে দেখিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। মার্কিন সংবাদপত্রে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, একবার ভারতের প্রধানমন্ত্রীর জন্য ‘ঘটকালি’ করার কথাও বলেছিলেন ডোনাল্ড ট্রাম্প। এবার ফ্রান্সেও জি-৭ বৈঠকের মাঝে ভারতের প্রধানমন্ত্রীর ভাষাজ্ঞান নিয়ে ফের মজা করলেন ট্রাম্প।

আরো পড়ুন:
পানের যাদুকরী কিছু ভেষজগুণ
চুলপড়া রোধে পেয়ারা পাতা

জানা গেছে, জি-৭ সম্মেলনের মধ্যে দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের বিয়ারিৎজ শহরে একাধিক রাষ্ট্রনেতার সঙ্গে মুখোমুখি বৈঠক করেছেন প্রধানমন্ত্রী মোদী। রবিবার ব্রিটেনের প্রধানমন্ত্রীর পর সোমবার ছিল মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠক। সেখানেই সংবাদমাধ্যমের প্রশ্ন শুনে মোদী হিন্দিতে বলেন, ‘’আমাদের কথা বলতে দিন। প্রয়োজন অনুযায়ী আপনাদের তথ্য জানিয়ে দেব।’’

এরপরই মজা করে ট্রাম্প বলেন, ‘উনি (মোদী) কিন্তু খুব ভালো ইংরেজি বলতে পারেন, তবে বলতে চান না।’
মার্কিন প্রেসিডেন্টের রসিকতা বুঝে হাসতে থাকেন ভারতের প্রধানমন্ত্রীও। ট্রাম্পের হাত ধরে, তাতে তালি দেন প্রধানমন্ত্রী মোদী। ট্রাম্পও হেসে সৌজন্যতা দেখান। দুই রাষ্ট্রনেতার এই মুহূর্তে ক্যামেরার ঝলকানি তখন আরও বেড়ে যায়।

আগস্ট২৭, ২০১৯ at০৭:১৩:১৪(GMT+06)
দেশদর্পণ/আহা/জুবা/ইআ