দেশ গড়তে বিশ্ববিদ্যালয়ের প্রভাষক হচ্ছেন শাকিব খান

ঢাকাই ছবির ‘কিং খান’ হিসেবে খ্যাত শাকিব খান। দুই দশকের ক্যারিয়ারের হাজির হয়েছেন অসংখ্য চরিত্রে। নিজের সাথে প্রতিযোগিতা করে নিজেকে ভেঙেছেন, গড়েছেন। এজন্যই বর্তমান ঢালিউড ইন্ডাস্ট্রিতে তাকে বলা হয়ে থাকে একচ্ছত্র অধিপতি।

এরই ধারাবাহিকতায় শাকিব এবার দর্শকদের সামনে হাজির হচ্ছেন বিশ্ববিদ্যালয়ের প্রভাষক চরিত্রে। বদিউল আলম খোকনের ‘আগুন’ ছবিতে এই চরিত্রে অভিনয় করেছেন তিনি। এরই মধ্যে এফডিসিতে ছবির শুটিং শুরু হয়েছে।
আরো পড়ুন:
রোজকার খাবারের তালিকায় টক দই
বিয়ের দাবীতে দুদিন যাবৎ অনশন করছে যুবতী

পরিচালক খোকন বলেন, ‘বেশ ভেবেচিন্তে শাকিবের চরিত্রটি বেছে নিয়েছি। গল্প শুনে শাকিবও খুব পছন্দ করেছে। দেশ গড়তে শিক্ষকের বিকল্প নেই। সেটাই আমি শাকিবের মাধ্যমে তুলে ধরতে চেয়েছি।’

‘আগুন’ ছবিতে শাকিব খানের সাথে জুটিবেঁধে অভিনয় করবেন নবাগত জাহারা মিতু। ছবিটি প্রযোজনা করছে দেশ বাংলা মাল্টিমিডিয়া। এর আগে ‘মনের মতো মানুষ পাইলাম না’ প্রযোজনা করেছে প্রতিষ্ঠানটি

 আগস্ট২৭,২০১৯ at ০৬:৪১:১৮(GMT+06)
 দেশদর্পণ/আহা/জুবা/ইআ