৩দিন ব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন

পরিকল্পিত ফল চাষ, যোগাবে পুষ্টি সম্মত খাবার। এই প্রতিপাদ্য নিয়ে ঝিনাইদহের কোটচাঁদপুরে ৩ দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলা-২০১৯ উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে স্থানীয় উপজেলা পরিষদ চত্তরে ৩ দিন ব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়।

মেলায় আনুষ্ঠানিক ভাবে ফিতা কেটে শুভ উদ্বোধন করেন, ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য এ্যাড.শফিকুল আজম খাঁন চঞ্চল। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন :
রাজশাহী কলেজে নির্মিত হচ্ছে দেশের সর্বোচ্চ আকৃতির বঙ্গবন্ধুর ম্যুরাল
পুলিশের অভিযানে আটক-৯৫

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজনীন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার শেখ সাজ্জাদ হোসেন, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক শাহাজান আলী, উপজেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি নুরুল ইসলাম খাঁন বাবলু, পৌর আ.লীগের আহ্বায়ক ফারজেল হোসেন মন্ডল, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার তাজুল ইসলাম।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুন্সি ফিরোজা সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান নওশের আলী নাসির, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান খাঁন, ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণী-পেশার মানুষ।

আগস্ট ২৬, ২০১৯ at ২০:১৩:৫৬(GMT+06)
দেশদর্পণ/আহা/আক/এমএমআর/আজা