প্রশাসনের হস্তক্ষেপে স্কুলছাত্রীর বাল্য বিবাহ বন্ধ

নাটোরের লালপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিনের হস্তক্ষেপে লিনতা আক্তার (ছদ্দনামের) এক ৮ম শ্রেণী পড়ুয়া স্কুলছাত্রীর বিয়ে বন্ধ হয়েছে।

সোমবার (২৬ আগস্ট) দুপুরে লালপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন ও লালপুর থানার পুলিশ এ বিয়ে বন্ধ করেন।

লিনতা আক্তার (ছদ্দ নাম) উপজেলার নাগশোষা গ্রামের রফিকুল ইসলামের মেয়ে ও বিলমাড়ীয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনীর ছাত্রী।

আরও পড়ুন :
মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইউপি সদস্য নিহত
১২০০ শিক্ষার্থীর জন্য বিশুদ্ধ পানির প্লান

জানাগেছে, আজ নাগশোষা গ্রামে ৮ম শ্রেণী পড়ুয়া এক শিক্ষার্থীর বাল্য বিয়ের আয়োজন চলছিলো। খবর পেয়ে বর যাত্রী আসার আগেই উপজেলা সহকারী কমিশানার (ভূমি) সাদিয়া আফরিন লালপুর থানার পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে বাল্য বিয়ে বন্ধ করেন। এসময় কনের বাবা কে ২ হাজার টাকা জরিমান করেন ও বাল্য বিয়ে দিবেনা মর্মে অভিভাবকের নিকট থেকে মুচলেকা নেন।

লালপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন বলেন, বাল্য বিবাহ বন্ধ করে অভিভাবকদের কাছে থেকে মুচলেকা নেয়া হয়েছে এবং পুনরায় বাল্য বিবাহের অপচেষ্টা করলে কঠোর শাস্তি ভোগ করতে হবে বলে জানিয়েছি।

আগস্ট ২৬, ২০১৯ at ১৮:৪০:৫৬(GMT+06)
দেশদর্পণ/আহা/আক/এআর/আজা