মাদক বিরোধী অভিযানে ৩৬৯ বোতল ফেন্সিডিল উদ্ধার

চুয়াডাঙ্গায় বিজিবির মাদক বিরোধী অভিযানে ৩৬৯ বোতল ফেন্সিডিল আটক করা হয়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগ দেশের যুব সমাজকে রক্ষা করতে মাদককে জিরো টলারেন্স ঘোষনা করেছেন।

সেই মতহী উদ্যোগকে সাফল্য মন্ডিত করতে এবং সেই মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে মাদকের অবৈধ অনুপ্রবেশ রোধকল্পে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) মাদক বিরোধী কঠোর অভিযান পরিচালনা করছে।

আরও পড়ুন :
ট্রেনে কাটা পড়ে এক যুবক নিহত
খালি পেটে যে ৩টি কাজ করবেন না

তারই ধারাবাহিকতায় সোমবার গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬বিজিবি) এর বড়বলদিয়া বিওপির টহল কমান্ডার হাবিলদার রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার অন্তর্গত ডুমবাড়ীর ঘাট নামক স্থান হতে ২৬০ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়।

অপরদিকে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬বিজিবি) এর ফুলবাড়ী বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার আলী আহম্মেদ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার অন্তর্গত বড়বলদিয়া পশ্চিমপাড়া নামক স্থান হতে ১০৯ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়।

আগস্ট ২৬, ২০১৯ at ১৬:০১:৫৬(GMT+06)
দেশদর্পণ/আহা/আক/তআর/আজা