অভ্যন্তরীন গনতন্ত্র চর্চা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

পটুয়াখালীতে অভ্যন্তরীন গনতন্ত্র চর্চা বিষয়ক কর্মশালার আয়োজন করা হয়েছে। ডেমোক্রেসী ইন্টার ন্যাশনালের সহযোগিতায় স্থানীয় মিল্লাকা পার্টি সেন্টারে জেলা আওয়ামী লীগের আয়োজনে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলহাজ্জ কাজী আলমগীর।

আরও পড়ুন :
অগ্নি নির্বাপন ও উদ্ধার বিষয়ক মহড়া
৬৬ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পটুয়াখালী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট গোলাম সরোয়ার ও ডেমোক্রেসী ইন্টার ন্যাশনালের ফেলো মুজাহিদ প্রিন্স। কর্মশালায় পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সম্পাদক মন্ডলীর সদস্য গাজী হাফিজুর রহমান শবীর, এডভোকেট উজ্জল বোস, অধ্যাপক আবদুছ ছালাম, জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি শাহনুর হক, জেলা শ্রমিক লীগ সাধারন সম্পাদক মিজানুর রহমান, জেলা ছাত্রলীগ সহ সভাপতি হৃদয় আশিষ, রকি, অর্পি, রাঙ্গাবালী উপজেলা পরিষদ চেয়ারম্যান অলিদ তালুকদার, কুয়াকাটা স্বেচ্চাসেবক লীগ সভাপতি শহিদ দেওয়ান, কলাপড়া মহিলা আওয়ামী লীগ উম্মে তামিমা বীথি, শুভ্রা চক্রবর্তী, রুবিনা বেগমসহ অর্ধশতাধীক নেতাকর্মী অংশ গ্রহন করেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে কাজী আলমগীর বলেন, রাজনীতি করতে হলে দলের অভ্যন্তরে গনতন্ত্রের চর্চা থাকতে হবে। দলের ভেতরে গণতন্ত্রের চর্চা না থাকলে দেশের মানুষকে সেবা করা যায় না। বাংলাদেশ আওয়ামী লীগ পটুয়াখালী জেলা শাখা দলের অভ্যন্তরে গণতন্ত্র চর্চার চেষ্টা অব্যাহত রাখছে। আগামী দিনের সকল কাউন্সিলে যাতে গনতান্ত্রিক ভাবে নেতা নির্বাচন করা হয় সে বিষয়ে পদক্ষেপ নেবেন বলেও জানান তিনি।

আগস্ট ২৫, ২০১৯ at ১৮:৫০:১৯ (GMT+06)
দেশদর্পণ/আহা/এসস/আজা