বঙ্গবন্ধু ভাসমান সেতু পরিদর্শন করলেন ডেপুটি স্পীকার ফজলে রাব্বি

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জের ঝাঁপা বাওড়ের বঙ্গবন্ধু ভাসমান সেতু পরিদর্শন করলেন জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ফজলে রাব্বি। শনিবার দুপুরে তিনি এ পরিদর্শনে আসেন।

এ সময় চেয়ারম্যান সামছুল হক মন্টু এলাকার বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ডের দাবী জানান। ডেপুটি স্পীকার সেতুটি একটি স্থায়ী সেতু নির্মান করা, রাজগঞ্জকে থানা করাসহ বিভিন্ন উন্নয়ন মূলক কাজের আশ্বাস্থ করেন এবং স্থানীয় সংসদ সদস্যের সর্বোচ্চ ভুমিকা রেখে কাজ করার কথা বলেন।

আরো পড়ুন:
জাবিতে সাংবাদিক লাঞ্ছনার ঘটনায় যবিপ্রবিসাসের নিন্দা ও প্রতিবাদ
নৌ সেনার জমি দখল, আহত ২
চৌগাছায় শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

এসময় উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান উল্লাহ শরিফী, ঝাঁপা ইউপি চেয়ারম্যান সামছুল হক মন্টু, চালুয়াহাটী ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ সরদার, ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শহিদুল ইসলাম, রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনসপেক্টর তরিকুল ইসলাম সহ স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ।

আগস্ট ২৪, ২০১৯ at ২০:৫০:১৯ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/বিহো/তআ