প্রতিবন্ধী স্কুলে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা ও মশারী বিতরণ

যশোরের শার্শায় প্রতিবন্ধি স্কুলের শিক্ষার্থীদের মাঝে মশারী বিতরণ করা হয়েছে। এসময় ডেঙ্গু বহনকারী এডিস মশা নির্মুল ও জনসচেতনতায় র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শনিবার সকাল ১১ টার সময় নাভারণ প্রতিবন্ধি প্রাথমিক বিদ্যালয় চত্বরে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শার্শা উপজেলা প্রতিবন্ধি কল্যান সংস্থার আয়োজনে এবং সংস্থার সভাপতি আবু বাক্কার সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন, শার্শা সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোরাদ হোসেন।


এসময় অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, মোকলেছুর রহমান কাকন, প্রাক্তন শিক্ষক আব্দুল ওহাব, সমাজ সেবা কর্মকর্তা রবিউল ইসলাম, সাজ্জাদুর রহমান, সাংবাদিক ওসমান গণিসহ প্রতিবন্ধি স্কুলের সকল শিক্ষক ও কর্মচারি বৃন্দ। অনুষ্ঠান শেষে ৭৫ জন প্রতিবন্ধিকে মশারী দেওয়া হয়।
 

আগস্ট ২৪, ২০১৯ at ২০:২০:১৯ (GMT+06)
দেশদর্পণ/আহা/এমও/তআ