শিবগঞ্জ বানাইল বারোয়ারী শিব মন্দিরের ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন

বগুড়ার শিবগঞ্জে বানাইল বারোয়ারী শিব মন্দিরের ২১ সদস্য বিশিষ্ট মন্দির কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার রাতে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু রাম নারায়ণ কানু’র সভাপতিত্বে মন্দির প্রাঙ্গনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সম্মানিত ট্রাস্টি এ্যাডঃ উজ্জল প্রসাদ কানু, বাবু দুলাল চন্দ্র অধিকারী, ডাঃ মোহন লাল কানু, আনন্দ চন্দ্র মোহন্ত, কৃষ্ণ গোপাল দাস, অখিল চন্দ্র সরকার, গনেশ প্রসাদ কানু, এ্যাডঃ সমর কুমার মোহন্ত, রমেশ প্রসাদ কানু, মৃনাল মোহন্ত, সুবির কুমার দত্ত, আশিষ কুমার রায়, শ্রী কৃষ্ণ মোহন্ত, রাজ কুমার কানু, ভজন কুমার মোহন্ত, প্রদীপ নন্দী, রাজীব গুপ্ত, শুভ মোহন্ত, ডাঃ দেবাশিষ কুমার গুপ্ত ও বাবু লক্ষ্মী নারায়ন দাস (সংগ্রাম) প্রমুখ।

আরো পড়ুন:
রাণীশংকৈলে আখেরী মোনাজাতের মধ্যদিয়ে জেলা ইজতেমা সফল ভাবে সমাপ্তি 
চৌগাছায় ৪৮ তম আন্তঃস্কুল গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

সভায় সর্ব সম্মতি ক্রমে ডাঃ দেবাশিষ কুমার গুপ্তকে সভাপতি ও বাবু লক্ষ্মী নারায়ন দাস সংগ্রামকে সাধারণ সম্পাদক করে ৩ বছর মেয়াদী ২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠণ করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি শ্রী আশীষ কুমার রায় ও শ্রী সুবির দত্ত (রিপন), সহ-সাধারণ সম্পাদক শ্রী শুভ কুমার মোহন্ত, সাংগঠনিক সম্পাদক শ্রী দিপ্ত কুমার রনো, অর্থ সম্পাদক শ্রী সুজিত প্রসাদ গুপ্ত, সহ-অর্থ সম্পাদক শ্রী গৌরাঙ্গ কুমার মোহন্ত সোহাগ, ধর্মীয় সম্পাদক শ্রী প্রদীপ চক্রবর্তী, দপ্তর সম্পাদক শ্রী গনেশ প্রসাদ কানু, মহিলা সম্পাদক শ্রীমতী অনন্তী দেবী, প্রচার সম্পাদক শ্রী রাম লাল রবি দাস, সাংস্কৃতিক সম্পাদক শ্রী বিমল চন্দ্র দাস, পাঠাগার সম্পাদক শ্রী ভজন চন্দ্র মহন্ত, কার্য নির্বাহী সদস্য শ্রী দুলাল চন্দ্র অধিকারী, শ্রী কৃষ্ণ গোপাল দাস, শ্রী আনন্দ চন্দ্র মোহন্ত, শ্রী অখিল কুমার সরকার, শ্রী রমেশ প্রসাদ কানু, শ্রী প্রদীপ নন্দি, শ্রী লিটন চন্দ্র মোহন্ত। কমিটি গঠন সম্পর্কে জানতে চাইলে নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি রাম নারায়ন কানু বলেন, আমি আশা করবো বানাইল বারোয়ারী শিব মন্দির কমিটি কার্যকর ভাবে তাদের দায়িত্ব পালন করবে।

আগস্ট ২৪, ২০১৯ at ১৯:১৩:১৯ (GMT+06)
দেশদর্পণ/আহা/রইস/তআ