রাণীশংকৈলে আখেরী মোনাজাতের মধ্যদিয়ে জেলা ইজতেমা সফল ভাবে সমাপ্তি 

ঠাকুরগাঁওয়ের রাণশংকৈল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ৩ দিন ব্যাপী তাবলিক জামাতের সাদ সমর্থকদের  জেলা ইজতেমা ২৪ আগস্ট শনিবার সকাল সাড়ে ১১ টা আখেরী মোনাজাতেরর মধ্য দিয়ে শেষ হয়।

 শান্তিপূর্ণভাবে আখেরী মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোশারফ হোসেন। এ সময় ২০ হাজারেও বেশি মুসুল্লী এ মোনাজাতে অংশ গ্রহন করেন বলে জানান অংশগ্রহণকারীরা । গত ২২ আগস্ট বৃহস্পতিবার ফজরের নামাযের পর হতে প্রথম বয়ানের মধ্য দিয়ে এ ইজতেমা শুরু হয়। মাওলানা মোশারফ হোসেন আখেরী মোনাজাতে দেশ ও বিশ্ব মুসল্লিম ওম্মার মঙ্গল কামনা করেন।

সেইসংগে তাবলীব নিয়ে এক শ্রেণীর মানুষ ছিনিমিনি খেলছেন তাদেরকে সঠিক পথে ফিরিয়ে আনার জন্য আল্লাাহর হেদায়েত কামনা করেন।

আরো পড়ুন:
যবিপ্রবির ফ্রি হেলথ্ ক্যাম্প অন্যদের জন্য দৃষ্টান্ত: ডেপুটি স্পীকার  
যবিপ্রবিতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

ইজতেমায় রাণীশংকৈল উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় ও সাদ সমর্থিত মুসুল্লিবৃন্দ সহ বিভিন্ন জেলা উপজেলা থেকে হাজার হাজার মানুষের সমাগম লক্ষ্য করা গেছে। এ দিকে সম্প্রতি ইজতেমাকে কেন্দ্র করে  জুবায়ের পন্থি সমর্থকরা ইজতেমা ঠেকাতে মানববন্ধন স্বারকলিপি প্রদান করেন। পরে জেলা আইন শৃংখলা ও পুলিশ বাহিনীর সর্বাক্ষনিক তৎপরতায় কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই ইজতেমা সফল ভাবে সম্পন্ন হয়েছে বলে জানান ইজতেমায় অবস্থাররত মুসুল্লিবৃন্দ।

আগস্ট ২৪, ২০১৯ at ১৯:০১:০৮(GMT+06)
দেশদর্পণ/আহা/আক/হুকা/তআ