যশোরে গাড়ী চালকদের দুই দিনের প্রশিক্ষণ কর্মশালা

সাবধানে চালাবো গাড়ি, নিরাপদে ফিরবো বাড়ি’ এই শ্লোগানে যশোরে পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা, সচেনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

শনিবার (২৪ আগস্ট) সকালে যশোর কালেক্টরেটের সভা কক্ষে জেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) এ প্রশিক্ষণের আয়োজন করে।

আরো পড়ুন:
স্কুল ছাত্রীকে অপহরণের চেষ্টা: বাঁধা দেয়ায় ছাত্রীর মামাকে খুন, গণধোলাইলে ঘাতক নিহত
ভেট্টরির মতো কোচ পাওয়া বাংলাদেশের ভাগ্যের ব্যাপার

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম। বিআরটিএ’র পরিদর্শক হুমায়ূন কবীরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পরিবহন সংস্থা শ্রমিক সমিতির সভাপতি মামুনুর রশিদ বাচ্চু, মেডিকেল অফিসার পলাশ কুমার দাস, যশোর ট্রাফিক ইন্সেপেক্টর আনন্দ কুমার রায়।

প্রশিক্ষণে যশোরের প্রায় দুই শতাধিক চালক অংশ গ্রহণ করে।

আগস্ট ২৪, ২০১৯ at ১২:১৯:০৮(GMT+06)
দেশদর্পণ/আহা/আক/বিএমফা/তআ