জমিজমা সংক্রান্ত বিরোধে সন্ত্রাসীর হামলায়, ২ গৃহবধূ আহত

যশোরের কেশবপুর পল্লীতে জমি সংক্রান্ত বিরোধে সন্ত্রাসী হামলায় ২ গৃহবধূ আহত হয়েছে। মারাক্তক আহতাবস্থায় তাদেরকে উদ্ধার করে কেশবপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কেশবপুর থানার অফিসার ইনচার্জ বরাবর লিখিত অভিযোগ সূত্রে জানাগেছে, উপজেলার বাগদা গ্রামের মৃত নুর উদ্দীন মোড়লের পূত্র হযরত আলীর সাথে পৈত্রিক জমি নিয়ে প্রতিবেশি মশিয়ার রহমান ও মিজানুর রহমান সাথে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিল।

আরও পড়ুন :
শ্রী কৃষ্ণের জন্মষ্টমী উপলক্ষে কুড়িগ্রামে র‌্যালী
ফিল্ম স্টাইলে কুপিয়ে গুরুতর আহত করেছে দূর্বৃত্তরা

তারই জের ধরে গত ২১ আগস্ট সকালে বাড়িতে কেউ না থাকার সূযোগে মশিয়ার রহমান, মিজানুর রহমান ও শাহীন বাঁশের লাঠি দিয়ে হযরত আলীর স্ত্রী টুকু খাতুন (৩২) ও তার জা মর্জিনা খাতুন (৪০) এর উপর হামলা চালিয়ে মিথ্যা মামলা ও প্রাণনাসের হুমকী দিয়ে চলে যায়।

আগস্ট ২৪, ২০১৯ at ০১:৩৭:১৯ (GMT+06)
দেশদর্পণ/আহা/এসআরএস/আজা