কোটচাঁদপুরে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মষ্টমী পালন

ঝিনাইদহের কোটচাঁদপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে সনাতন হিন্দু সম্প্রদায়য়ের অরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের শুভ জন্মষ্টমী পালিত হয়েছে। কোটচাঁদপুর পূজা উদ্যাপন পরিষদের আয়োজনে শুক্রবার সকালে স্থানীয় সিদ্ধেশ্বরী কালী মন্দিরে ধর্মীয় ভাবগাম্ভীর্যর মধ্যে দিয়ে জন্মষ্টমী উৎসব, ধর্মীয় আলোচনা ও একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়।

আরও পড়ুন :
শোককে শক্তিতে পরিণত করার প্রত্যয় যবিপ্রবি নীল দলের
যবিপ্রবিতে বঙ্গবন্ধুর ৪৪ তম শাহাদত বার্ষিকী পালন

কোটচাঁদপুর পূজা উদ্যাপন পরিষদের সভাপতি নিমাই চন্দ্র দের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ ৩ আসনের জাতীয় সংসদ সদস্য এ্যাড. শফিকুল আজম খাঁন চঞ্চল।

কোটচাঁদপুর পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক রবিন্দ্র নাথ রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কোটচাঁদপুর পৌর সভার মেয়র জাহিদুল ইসলাম, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক শাহাজান আলী, পৌর আ.লীগের আহ্বায়ক ফারজেল হোসেন মন্ডল, যুগ্ন আহ্বায়ক শহীদুজ্জামান সেলিম, সাবেক উপজেলা যুবলীগের সভাপতি মীর কাশেম আলী , উপজেলা নারী নেত্রী রুবিনা রহমান, ইউপি চেয়ারম্যান নওশের আলী নাসির, চেয়ারম্যান মিজানুর রহমান খাঁনসহ হিন্দু সম্প্রদায়ের নানা শ্রেণী পেশার নারী পুরুষ উপস্থিত ছিলেন।

আগস্ট ২৩, ২০১৯ at ২৩:৩৫:১৯ (GMT+06)
দেশদর্পণ/আহা/এসএমআর/আজা