যবিপ্রবিতে বঙ্গবন্ধুর ৪৪ তম শাহাদত বার্ষিকী পালন

আওয়ামী লীগ সমর্থিত যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নীল দল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৪ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০১৯ উপলক্ষে আলােচনা সভা ও গণভোজের আয়োজন করে। আজ শুক্রবার বাদ জুম্মা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠ প্রাঙ্গনে এ গণভোজ অনুষ্ঠিত হয়।

সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর জীবনের দীর্ঘ সংগ্রামের পথ পাড়ি দিয়ে অধিকার বঞ্চিত বাংলার গণমানুষকে শোষণ নির্যাতন থেকে মুক্ত করে প্রতিষ্ঠা করেছেন স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। বঙ্গবন্ধু বিশ্বের নিপীড়িত নির্যাতিত মুক্তিকামী গণমানুষের মুক্তির দিশারী। তাঁকে নিয়ে আরো বৃহৎ পরিসরে গবেষণা প্রয়োজন। বক্তারা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

আরও পড়ুন :
মেয়েকে ধর্ষণ, অসৎ বাবা গ্রেফতার
কোটচাঁদপুরে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মষ্টমী পালন

ড. শিরিন নিগার বলেন, ছোটবেলায় সঠিক ইতিহাস পাঠ্য সূচিতে না থাকায় আমরা তা জানতে পারতাম না, তবে এখন আস্তে আস্তে লিখা হচ্ছে, এর ফলে নতুন প্রজন্ম বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হওয়ার সুযোগ পাবে। তিনি আরও বলেন, বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্ব দরবারে সম্মানজনক আসনে আসীন হয়েছে। বর্তমানে দেশের উন্নয়নের যে ধারা অব্যাহত রয়েছে তা বাস্তবায়িত হলে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়িত হবে।

গণভোজের আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নীল দলের আহ্বায়ক ড. ইকবাল কবির জাহিদ, যুগ্ম আহ্বায়ক ড. নাজমুল হাসান সহ নীলদলের সকল সদস্য, শহীদ মসিয়ূর রহমান হলের প্রভোস্ট প্রকৌশলী আমজাদ হোসেন, তারামন বিবি হলের প্রভস্ট ড. শিরিন নিগার, শেখ হাসিনা হলের প্রভোস্ট ড. সেলিনা আক্তার, মুন্সী মেহেরুল্লাহ হলের প্রভোস্ট ড. মোঃ জাফিরুল ইসলাম সহ অন্যান্য শিক্ষকবৃন্দ। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন যবিপ্রবি কর্মকর্তা সমিতি, কর্মচারী সমিতি ও শাখা ছাত্রলীগের সকল নেত্রীবৃন্দ।

আগস্ট ২৩, ২০১৯ at ২৩:১০:১৯ (GMT+06)
দেশদর্পণ/আহা/আরএ/আজা