শিবগঞ্জে জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় মহাবতার ভগমান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে বাংলাদেশ পুজা উদযাপন কমিটি শিবগঞ্জ উপজেলা শাখার আয়োজনে শিবগঞ্জ বানাইল বারোয়ারী শিব মন্দিরে ধর্মীয় আলোচনা শেষে জন্মাষ্টমী উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে উপজোলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার মন্দির প্রাঙ্গনে এসে শেষ হয়।

আলোচনা ও শোভাযাত্রায় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি রাম নারায়ন কানু, যুগ্ম সম্পাদক দুলাল অধিকারী, ট্রাষ্টী উজ্জ্বল প্রসাদ কানু, মন্দির কমিটির সাধারণ সম্পাদক সংগ্রাম মহন্ত, সহ-সভাপতি আশীষ রায়, সহ-সভাপতি সুবির দত্ত, সহ সাধারণ সম্পাদক রমেশ প্রসাদ কানু, সাংগঠনিক সম্পাদক দিপ্ত কুমার রনো, সাধন দত্ত, অনন, বাপ্পী, পরিতোষ চন্দ্র প্রমূখ।

আরও পড়ুন :
বেনাপোলে শ্রী কৃষ্ণের শুভ জন্মষ্টমী পালিত
আ’লীগ নেতাকে কুপিয়ে হত্যার চেষ্টা: ৩ জনক আটক

জন্মাষ্টমী সম্পর্কে জানতে চাইলে ঠাকুর প্রদীপ চক্রবর্তী বলেন, রুহিনী ভোগের মাধ্যমে জন্মাষ্টমী আরাম্ভ হয়েছে। জন্মাষ্টমী হচ্ছে আমাদের ধর্মাবতা শ্রী কৃষ্ণের জন্মদিন পালন উৎসব।

এ উপলক্ষে ধর্মীয় আলোচনা, গীতা পাঠসহ বিভিন্ন পর্ব পালন করা হয়। জন্মাষ্টমীর অনুষ্ঠানে আগত সকলে বলেন, কংশকে ধ্বংস করার জন্যই শ্রী কৃষ্ণের অর্বিভাব হয়েছিলো।

আগস্ট ২৩, ২০১৯ at ২০:৪২:১৯ (GMT+06)
দেশদর্পণ/আহা/আরআই/আজা