ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঝিনাইদহ শহরের পুরাতন পাসপোর্ট অফিস এলাকা থেকে ফেন্সিডিলসহ জনি হোসেন (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর।

বৃহস্পতিবার বিকেলে জনিকে গ্রেফতার করা হয়। সে শহরের ব্যাপারীপাড়া এলাকার লিয়াকত হোসেনের ছেলে। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন কার্যালয়ের সহকারী পরিচালক আজিজুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে শহরের আদালতের সামনে পুরাতন পাসপোর্ট অফিসের পেছনে জনি মোটর সাইকেলের গ্যারেজে মাদক কেনা বেচা হচ্ছে।

আরও পড়ুন :
এবি ব্যাংকের এজেন্ট আউটলেট শাখা উদ্বোধন
রাণীশংকৈলে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় ৬ বোতল ফেন্সিডিলসহ জনি হোসেনকে গ্রেফতার করা হয়। মোটর সাইকেলের গ্যারেজের আড়ালে জনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল বলেও জানান তিনি।

অভিযানে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন ইন্সপেক্টর মিলন মুখার্জী, সাব ইন্সপেক্টর আমিরুল ইসলাম, এএস আই পাপিয়া সুলতানা, সিপাই শহিদুল ইসলাম, আব্দুল আজিজ, সাইদুল হক উপস্থিত ছিলেন।

আগস্ট ২২, ২০১৯ at ২১:০৭:২৯ (GMT+06)
দেশদর্পণ/আহা/বিএইচ/আজা