সাপের কামড়ে নিভে গেল দৃষ্টিহীন পিতার বেঁচে থাকার অধিকার

অসহায় হত দরিদ্র পরিবারের সন্তান হাসান মাসুদ রিগান নবম শ্রনির বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্র,  পিতা জামির মন্ডল দৃষ্টি প্রতিবন্ধী। মা পরের বাড়িতে কাজ করে কোন রকম সংসার চালায়। লেখাপড়ার খরচ যোগাতে মাঝে মধ্যে অন্যের ক্ষেতে কাজ করে  চলে রিগানদের পরিবার।
ছেলে বড় হয়ে ভালকিছু করবে চাকুরী পাবে মা বাবার মুখে হাসি ফুটাবে এ আশায় তাদের বেঁচে থাকা।  কিন্তু সেই বেঁচে থাকার শেষ অবলম্বন টুকু কেড়ে নিলো বিষধর সাপ। সান্তনা দেওয়ার ভাষা আমাদের নেয় তবে এখন সকলের  উচিৎ সেই অসহায় পরিবারটির পাশে দাড়িয়ে সকলের সাহয্যের হাত বাড়িয়ে দেওয়া।
ঝিনাইদহে সাপের কামড়ে হাসান মাসুদ রিগান (১৫) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার বিকালে ঝিনাইদহ  সদর হাসপাতাল থেকে ফরিদপুর মেডিক্যাল  কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
হাসান মাসুদ রিগান ঝিনাইদহ সদর উপজেলার বকশীপুর গ্রামের জামির মন্ডলের ছেলে। সে ঘোড়াগাছা লাল মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর বিজ্ঞান বিভাগের মেধাবি ছাত্র ।
প্রতিবেশীরা জানান প্রতিদিনের ন্যায় মঙ্গলবার রাতে সে ছোট একটি মাটির কুড়ে ঘরের মেঝেতে ঘুমাচ্ছিল। মধ্যরাতে সাপ তাকে দংশন করে। রাতে স্থানীয়ভাবে ওঁঝার মাধ্যমে চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি দেখে বুধবার সকালে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে উন্নত চিকিৎসার  জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বিকাল ৫টার দিকে তার মৃত্যু হয়। বৃহস্পতিবার বার সকাল ১১টায় তার জানাযার নামাজ অনুষ্ঠিত হয়।
সরজমিন ঘুরে  দেখা যায়। মায়ের কান্না কেউ থামাতে পারছেনা, দৃষ্টিহীন বাবার অপলক আহাজারি, ৫বছর বয়সের একমাত্র ছোট ভাই লাশের পাশে বসে মায়াবি দৃষ্টিতে তাকিয়ে আছে। পাড়াপ্রতিবেশিদের নয়ন অশ্রুশিক্ত, স্কুলের শিক্ষক ও সহপাঠীদের বোবা কান্নায় আকাশ ভারী হয়ে উঠছিল।

 

আগস্ট ২২, ২০১৯ at ২১:৪৮:২৯ (GMT+06)
দেশদর্পণ/আহা/এলএইস/এএএম