৫ কোটি টাকার হেরোইন ও বিদেশীমদসহ আটক ২

রাজশাহীর গোদাগাড়িতে অভিযান চালিয়ে ৫ কেজি ২০ গ্রাম হেরোইনসহ মোঃ নাজিবুর রহমান (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার দুপুরে পৌনে ১টার দিকে গোদাগাড়ি উপজেলার সারেংপুরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত মাদক ব্যবসায়ী মোঃ নাজিবুর রহমান চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলাতুলি ইউনিয়নের কোদালকাঠি গ্রামের নূর মোহাম্মদের ছেলে।

আরও পড়ুন :
বিষপানে স্কুলছাত্রীর আত্মহত্যা
পদ্মা নদী থেকে অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার

র‌্যাব জানায়, রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার সারেংপুর এলাকায় এক ব্যক্তি মাদক নিয়ে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুর পৌনে ১টার দিকে উক্ত এলাকায় অভিযান চালিয়ে নাজিবুরকে ৫ কেজি ২০ গ্রাম হেরোইনসহ আটক করে।

যার আনুমানিক সিজার মূল্য ৫ কোটি ২ লাখ টাকা। এ ঘটনায় মাদক ব্যবসায়ী মোঃ নাজিবুর রহমানের বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় একটি মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

অপর এক অভিযানে রাজশাহীর চারঘাটে বিদেশী মদসহ মোঃ মতিন (২০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। গত বুধবার দিবাগত রাত পৌনে ১০টার দিকে চারঘাট থানার মৌগাছি এলাকায় আভিযান চালায় র‌্যাব-৫ রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের এর একটি দল।

এ সময় ৫০ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। আটককৃত মদ ব্যবসায়ী মোঃ মতিন চারঘাট থানাধিন মৌগাছি এলাকার মোঃ আজাদের ছেলে। র‌্যাব জানায়, মদ ব্যবসায়ী মতিনের বিরুদ্ধে চারঘাট থানায় ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬ (১) সারনীর ২৪ (খ) ধারার মামলা রুজু করা হয়েছে।

আগস্ট ২২, ২০১৯ at ১৯:৪২:২৯ (GMT+06)
দেশদর্পণ/আহা/এমআর/আজা