ডেঙ্গু জ্বরে মিল শ্রমিকের মৃত্যু

যশোরের মণিরামপুর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আবদুল গাফফার (৫২) নামের এক মিল শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি যশোরের নওয়াপাড়ার একটি জুট মিলে কাজ করতেন। গাফফার উপজেলার আব্রঝুটা গ্রামের মৃত আক্কাজ সানার ছেলে।

নিহতের ছোট ভাই মাস্টার মশিয়ার রহমান জানান, বুধবার বেলা ২টার সময় ঢাকা আদ্ব দ্বীন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়। নিহতের মরদেহ বৃহস্পতিবার ভোরে নিজ গ্রামে এসে পৌছালে সকাল সাড়ে ৯টার সময় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

আরও পড়ুন :
হাঁসের খামারে বিষ প্রয়োগ করে ৬’শতাধিক হাঁস মেরে ফেলেছে দুর্বৃত্তরা
যে খাদ্য সেবনে পেটের অতিরিক্ত চর্বি কমাবে

নিহতের মেয়ে ঢাকা অদ্ব দ্বীন হাসপাতালের নার্স পাপিয়া সুলতানা জানায়, গত এক সপ্তাহ যাবত তার বাবা প্রচন্ড জ্বরে ভুগ ছিলো। এ মতোবস্থায় পরিবারের স্বজনরা তাকে গত রোববার (১৮ আগস্ট) যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করে।

সেখানে পরীক্ষা নিরীক্ষার শেষে তার ডেঙ্গু রোগ ধরা পড়ে। শারিরীক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য পরদিন সোমবার (১৯ আগস্ট) ঢাকা আদ্ব দ্বীন হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুপুর ২টার দিকে তার মৃত্যু হয়।

আগস্ট ২২, ২০১৯ at ১৮:৩২:২৯ (GMT+06)
দেশদর্পণ/আহা/এম/আজা