লক্ষ্মীপুরে প্রবাসী কল্যাণ ফোরামর কমিটি ঘোষণা

রায়পুর উপজেলা প্রবাসী কল্যাণ ফোরাম লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার প্রবাসীদের একমাত্র সংগঠন। সংগঠনটি সম্পূর্ণভাবে অরাজনৈতিক।

প্রবাসীদের কল্যাণে এক ঝাক প্রানবন্ত তরুণদের সঙ্গে নিয়ে ও মেধার সমন্বয়ে কিছু আদর্শ এবং কিছু উদ্দেশ্য নিয়ে সংগঠনের কার্যক্রম শুরু হতে যাচ্ছে।

রায়পুর উপজেলা প্রবাসী কল্যাণ ফোরাম এর সভাপতি হচ্ছেন, গিয়াস উদ্দিন রুবেল ভাট (আমেরিকা প্রবাসী) এবং সাধারণ সম্পাদক শাহ্ পরান পাটোয়ারি (সৌদিআরব প্রবাসী)।

আরও পড়ুন :
প্রতি বুধবার ফটিকছড়িতে গণশুনানি
কোটিপতি হতে চাইলে ৪ ব্যবসার কোন বিকল্প নেই

জানা গেছে, রায়পুর উপজেলা প্রবাসী কল্যাণ ফোরামের উপদেষ্টা মন্ডলী এবং উদ্যোক্তাদের মতামতের সমন্নয়ে আগামী এক বছরের জন্য এ কমিটি ঘোষণা করা হয়েছে।

এই সংগঠনের মাধ্যমে লক্ষ্মীপুর জেলা রায়পুর উপজেলার দেশ বিদেশে কর্মরত রায়পুরের সকল প্রবাসীদের সঙ্গে সুসম্পর্ক রাখা, সামাজিক কর্মকান্ড এবং প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট যেকোনো কাজে পাশে থাকবে।

ফোরামের আদর্শ ও উদ্দেশ্য সমূহ তুলে ধরা হলোঃ

১. সকল দেশের প্রবাসীদের ঐক্যবদ্ধ থেকে একে অপরের পাশে থাকা।
২. সকল প্রবাসীদের সম্মান এবং নিরাপত্তার জন্য কাজ করা।
৩. প্রবাসীদের পরিবার এবং পরিজনের সম্পদ ও সম্পত্তির নিরাপত্তা বিধান করা।
৪. প্রবাসীদের কর্মরত তাদের সন্তানদের শিক্ষার নিশ্চয়তা বিধান করা।
৫. প্রবাসীদের উদ্যোগে রায়পুর উপজেলায় স্থায়ীভাবে অফিস ভবন নির্মাণ করা’সহ আবাসিক রেস্ট হাউস নির্মাণ করা।
৬. প্রবাসীরা বিদেশ থেকে দেশে চলে আসার পরে দেশে তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা’সহ আর্থিকভাবে সহায়তা করা।
৭. প্রবাসীদের টাকা পরিকল্পনার মাধ্যমে আর্থিক কাজে ও লাভজনক কাজে বিনিয়োগের ব্যবস্থা এবং সহায়তা করা।
৮. প্রবাসীদের অর্থে রায়পুর উপজেলায় গরীব, অসহায় মানুষের চিকিৎসা, শিক্ষা, বৃদ্ধাশ্রম’সহ এম্বুল্যেন্সের ব্যবস্থা করা।

আগস্ট ২২, ২০১৯ at ১৩:১৩:২৯ (GMT+06)
দেশদর্পণ/আহা/এম/এমআ/এএএম