প্রতি বুধবার ফটিকছড়িতে গণশুনানি

ফটিকছড়িতে প্রতি বুধবার বিকাল ৩টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে গণশুনানি অনুষ্টিত হবে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার সায়েদুল আরেফিন জানান, তিনি গত ২০মে ২০১৯ তারিখে ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার হিসাবে যোগদান করেন।

তিনি বলেন, ফটিকছড়ি উপজেলা একটি বৃহৎ উপজেলা এখানে দূরদুরান্ত থেকে লোকজন নির্বাহী অফিসারের সাথে দেখা করতে আসেন এবং অনেক সময় বিভিন্ন ব্যস্ততার কারণে তাদের সাথে সাক্ষাত হয়না ফলে তারা এসে ফিরে যান।

আরও পড়ুন:
কোটিপতি হতে চাইলে ৪ ব্যবসার কোন বিকল্প নেই
বঙ্গবন্ধুর ৪৪ তম শাহাদাত বার্ষিকী ও শোক দিবস পালন

আমি মনে করি, একটি দিন সাধারণ জনসাধারণের জন্য রাখা দরকার যাতে করে তারা তাদের অভিযোগ, পরামর্শ, মতামত তুলে ধরতে পারেন। উপজেলায় ন্যস্ত সব কর্মজীবী গণশুনানি তে উপস্থিত থেকে সাধারণ জনগণের সমস্যা, যুক্তি, পরামর্শ গুলো গুরুত্ব অনুসারে শুনবেন তার পরবর্তীতে সে অনুযায়ী আমরা সেবা প্রদানের চেষ্টা করব।

এ ব্যাপারে ফটিকছড়ির সাংসদ জনাব নজিবুল বশর মাইজভান্ডারী পূর্ণ সমর্থন দেয়, আমরা আশা রাখি যে এতে করে ফটিকছড়ির সাধারণ জনগণ উপকৃত হবেন।

আগস্ট ২২, ২০১৯ at ১২:৪৭:২৯ (GMT+06)
দেশদর্পণ/আহা/এম/এমজি/এএএম