বঙ্গবন্ধুর ৪৪ তম শাহাদাত বার্ষিকী ও শোক দিবস পালন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৪ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০১৯ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত রচনা প্রতিযোগিতায় জেলা ও উপজেলা পর্যায়ে “বায়তুল হিকমাহ মাদ্রাসা” ফটিকছড়ি পৌরসভা, চট্টগ্রামের অভাবনিয় সাফল্য।

ইসলাম প্রচার প্রসারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান এ বিষয়ে জেলা পর্যায়ে ৩য় স্থান অর্জন ও উপজেলা পর্যায়ে ১ম স্থান অর্জন করেন।

আরও পড়ুন :
বয়ষ্ক ভাতা পেলেন মোমেনা বেওয়া
খ্রিস্টধর্ম ছেড়ে পুনরায় মুসলমান হয়েছেন অর্ধশত নারী পুরুষ

প্রতিষ্ঠানের সম্মানিত চেয়ারম্যান ও বোর্ড অব ডিরেক্টর্স প্রতিষ্ঠানে সুযোগ্য অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও সকল শিক্ষক মন্ডলী, কৃতি শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা
এ ফলাফল সম্পর্কে জানতে চাইলে বায়তুল হিকমাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা মুফতি ওমর সাঈদ বলেন, বায়তুল হিকমাহ মাদরাসার শিক্ষার্থীরা দেশ প্রেমে উদ্বোধ্ব হয়ে নিজেকে তৈরী করতেছ।

পড়া লেখার পাশা পাশি শিক্ষার্থীরা দেশ প্রেম, মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে উজ্জীবিত হচ্ছে। এ অর্জনের জন্য মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করছি। এবং প্রতিষ্ঠানের সকল শিক্ষক মন্ড়লী ও সংশিষ্ট সকলের নিকট কৃতজ্ঞতা জানাচ্ছি।

আগস্ট ২২, ২০১৯ at ১১:০৪:২৯ (GMT+06)
দেশদর্পণ/আহা/এমজি/এএএম