খ্রিস্টধর্ম ছেড়ে পুনরায় মুসলমান হয়েছেন অর্ধশত নারী পুরুষ

কুড়িগ্রামের নাগেশ্বরী সাবীলুর রাশাদ মাদরাসায় মান্ডার ইসলামি দাওয়াহ ইন্সটিটউটের ব্যবস্থাপনায় বুধবার (২১ আগস্ট) আনুষ্ঠানিকভাবে অর্ধশত নারী পুরুষ খ্রিস্টধর্ম ত্যাগ করে কালিমা পড়ে মুসলমান হয়েছেন।

তাঁরা পূর্বে মুসলমান ছিল কিন্তু প্ররোচনায় ইসলাম ত্যাগ করে খ্রিস্টধর্ম গ্রহণ করেছিল এখন পুনরায় তারা কালিমা পড়ে ফিরে এলেন। এছাড়াও সেখানে বিভিন্ন ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণকারী নব মুসলিমরা উপস্থিতি ছিলেন।

দাওয়াহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম জেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা নিকেতন নাগেশ্বরী হামিউচ্ছুন্নাহ মাদরাসার মোহতামিম মাওলানা আমিনুল ইসলাম হাফিযাহুল্লাহ এবং বিশেষেত ঢাকা থেকে আগত মান্ডার ইসলামি দাওয়াহ ইন্সটিটউটের দাঈ মাওলানা মাহবুব, মাওলানা আব্দুল বাসির এবং খুদবা টিভির পরিচালক মাওলানা আমিনুল ইসলাম ও তালিমুদ্দিন ফাউন্ডেশন এর পরিচালক আব্দুস সবুর সুমন, সাবীলুর রাশাদ মাদরাসার মোহতামিম হাফেজ ফেরদাউসসহ স্থানীয় ওলামায় কেরাম।

আরো পড়ুন:
শৈলকুপায় আ’লীগের দুই গুরুপে সংঘর্ষে মারা গেলেন, তছিরন নেছা
বঙ্গবন্ধুর খুনিদের ফাঁসির দাবিতে ইবি ছাত্রদের মানববন্ধন

এসময় তারা বলেন, আল্লাহ তা’আলা সকলের ঈমানকে হেফাজত করুক এবং দ্বীনে ইসলামের উপর কায়েম রাখুন।

স্থানীয়দের ভাষ্যমতে, উত্তরবঙ্গের প্রত্যন্ত অঞ্চলে মুফতি যুবায়ের সাহেব (দা.বা.) এর নেতৃত্বে মান্ডার ইসলামি দাওয়াহ ইন্সটিটউটের দাঈরা ব্যাপক পরিশ্রম করছেন।

আগস্ট ২১, ২০১৯ at ২৩:০৮:২৯ (GMT+06)
দেশদর্পণ/আহা/এজিএল/তআ