নগরীর মার্কেটে লেবু বিক্রেতার লাশ উদ্ধার

রাজশাহী নগরীতে একটি নির্মাণাধীন মার্কেটে লাল মিয়া (৪২) নামের এক লেবু ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত মঙ্গলবার দিবাগত রাত ১০ টার দিকে নগরীর কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম এলাকার একটি নির্মাণাধীন মার্কেটের নিচতলার একটি দোকান ঘর থেকে মেরদেহটি উদ্ধার করা হয়। নিহত লাল মিয়া নগরীর রাজপাড়া থানার গুঁড়িপাড়া এলাকার মৃত আব্দুস সামাদের ছেলে।

কাশিয়াডাঙ্গা থানার ওসি মনসুর আলী আরিফ জানান , অন্তত তিন দিন আগে লাল মিয়ার মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার রাতে স্থানীয়রা দুর্গন্ধ পেয়ে মার্কেটের ভেতরে যান। এ সময় লাল মিয়ার লাশ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে তারা লাশ উদ্ধার করে পুলিশ।

আরও পড়ুন :
রাণীশংকৈলে জেলা ইজতেমার সকল প্রস্তুতি সম্পন্ন কঠোর পুলিশ নিরাপত্তা গ্রহণ
লক্ষ্মীপুরে অস্ত্রসহ যুবক গ্রেফতার

এ ছাড়া পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত করে। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।

লাল মিয়ার বড় ভাই লিটন আলী বলেন, তিন দিন ধরে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। লাল মিয়ার লাশের শরীরে কোনো আঘাত দেখা যায়নি। তাই মৃত্যুর কারণ তারাও নিশ্চিত হতে পারেননি।

এ ঘটনায় তারা থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন। বুধবার সকালে মরদেহ রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

আগস্ট ২১, ২০১৯ at ১৯:৪৫:২৯ (GMT+06)
দেশদর্পণ/আহা/এম/এমআর/আজা