মাদক বিরোধী অভিযানে ৩৪৪ বোতল ফেন্সিডিল আটক করেছে বিজিবি

চুয়াডাঙ্গায় বিজিবির মাদক বিরোধী অভিযানে ৩৪৪ বোতল ফেন্সিডিল আটক করা হয়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগ দেশের যুব সমাজকে রক্ষা করতে মাদককে জিরো টলারেন্স ঘোষনা করেছেন।

তার সেই উদ্যোগকে সাফল্য মন্ডিত করতে এবং সেই মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে মাদকের অবৈধ অনুপ্রবেশ রোধ প্রকল্পে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) মাদক বিরোধী কঠোর অভিযান পরিচালনা করছে।

আরও পড়ুন :
ফরিদপুরে নদী ভাঙ্গণ ও যাদুঘর রক্ষার দাবীতে মানববন্ধন
২৮০ বোতল ফেন্সিডিলসহ মাদক পাচারকারী আটক

তারই ধারাবাহিকতায় মঙ্গলবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর বারাদি বিওপির টহল কমান্ডার হাবিলদার প্রদীপ কুমার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার অন্তর্গত বারাদি নদীর পাড় হতে ৩৪৪ বোতল ভারতীয় ফেন্সিডিল মালিকবিহীন অবস্থায় আটক করতে সক্ষম হয়।

আগস্ট ২১, ২০১৯ at ১৬:২৭:২৯ (GMT+06)
দেশদর্পণ/আহা/এম/এমত/আজা