ভারতের অভ্যন্তরীণ কাশ্মীর ইস্যুতে বাংলাদেশ

কাশ্মীর ইস্যুকে ভারতের অভ্যন্তরীণ বিষয় বলে মনে করে বাংলাদেশ। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ মনে করে যে ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা বিলোপ ভারতের অভ্যন্তরীণ বিষয়। নীতিগত অবস্থান থেকে বাংলাদেশ সবসময় প্রচার করে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার পাশাপাশি উন্নয়ন সব দেশের জন্যই অগ্রাধিকার হওয়া উচিত।

আরও পড়ুন :
গার্মেন্টেস বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ
ট্রাকের ধাক্কায় স্কুল ছাত্রের মৃত্যু

সোমবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশ সফরে আসেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী গতকাল বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে বৈাঠক করেন।

এ সময় অক্টোবরে দ্বিপক্ষীয় সফরে ভারতে যাওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চিঠি তুলে দেন। আজ বুধবার সকালে বাংলাদেশ ত্যাগ করেন এস জয়শঙ্কর।

আগস্ট ২১, ২০১৯ at ১৪:২৫:২৯ (GMT+06)
দেশদর্পণ/আহা/এএল/আজা