গার্মেন্টেস বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

রাজধানীর শ্যামলীতে বকেয়া বেতনের দাবি ও গার্মেন্টেস বন্ধের প্রতিবাদে সড়ক অবরোধ করেছে গার্মেন্টেসের কর্মীরা। বুধবার সকাল ১০টার দিকে অবরোধ শুরু হয়। ঈদের ছুটি শেষে আজ আলিফ অ্যাপারেলস নামের গার্মেন্টেসটি খোলার কথা থাকলেও সকালে কর্মীরা এসে প্রধান গেটে নোটিশ ও তালা দেখতে পান। এরপরই হঠাৎ গার্মেন্টেস বন্ধের প্রতিবাদ ও বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করেন তারা।

গত ১১ আগস্ট ঈদের ছুটিতে যান প্রতিষ্ঠানটির শ্রমিকরা। ছুটি শেষে বুধবার প্রতিষ্ঠান খোলার কথা থাকলেও সকালে শ্রমিকরা এসে দেখেন আলিফ অ্যাপারেলস নামের ওই প্রতিষ্ঠানের গেটে অবস্থান নিয়েছে পুলিশ। এ সময় তারা গেটে তালা ও প্রতিষ্ঠান বন্ধের নোটিশ দেখতে পান। এরপরই বিক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করে তারা। এর ফলে শ্যামলী থেকে কল্যাণপুরের সড়কের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

আরও পড়ুন :
ট্রাকের ধাক্কায় স্কুল ছাত্রের মৃত্যু
বাসচাপায় শিশু রায়হান নিহত, সড়ক অবরোধ

এর কয়েকমাস আগেও বকেয়া বেতনের দাবিতে সড়কে আন্দোলন করেছিলেন বলেও জানান তারা। সে সময় মালিকপক্ষ ৬ মাসের মধ্যে সকল পাওনা পরিশোধের আশ্বাস দিয়ে তাদের কাজে ফিরিয়ে আনে। শ্রমিকরা জানান, আমাদের বেতন-বোনাসসহ পাওনা টাকা দিতে হবে।

পুলিশ সূত্রে জানা যায়, বকেয়া বেতন ও গার্মেন্টেস বন্ধের প্রতিবাদে সড়কে অবস্থান নিয়েছে শ্রমিকরা। পুলিশ তাদের সঙ্গে কথা বলে তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। ঘটনাস্থলে মোহাম্মদপুর থানার ওসি জিজি বিশ্বাসসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত আছেন।

আগস্ট ২১, ২০১৯ at ১৩:৪০:২৯ (GMT+06)
দেশদর্পণ/আহা/এএল/আজা