বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে, পুলিশ সুপার

বাল্য বিবাহ প্রদানকারী কাজী, ঈমান, জনপ্রতিনিধি, অভিভাবক ও সহায়তাকারী ব্যক্তিকে কোন ছাড় দেওয়া হবেনা পাশাপাশি বাল্য বিবাহ বন্ধে সবার সহযোগীতায় সম্মিলিত সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে মঙ্গলবার সন্ধায় বগুড়ার শিবগঞ্জ উপজেলায় শিবগঞ্জ থানা ও জেলা পুলিশের আয়োজনে জনপ্রতিনিধিদের নিয়ে বাল্য বিবাহ রোধকল্পে এক মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন বগুড়া জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা। উক্ত মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু, সহকারী পুলিশ সুপার কুদরাত-ই-খুদা শুভ, জেলা প্রতিনিধি তামিমা নাছরিন।

আরও পড়ুন :
বাসচাপায় শিশু রায়হান নিহত, সড়ক অবরোধ
স্বামীর নির্যাতনে স্ত্রীর মৃত্যু

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান। এসময় আরও উপস্থিত ছিলেন পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, উপজেলা আ’লীগ সভাপতি আজিজুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা আকতার, ইউপি চেয়ারম্যান এবিএম শাহজাহান চৌধুরী, মহিদুল ইসলাম, আব্দুল হাই প্রধান, মোকলেছার রহমান খলিফা, এসএম রুপম, তোফায়েল আহমেদ সাবু, ইউপি সদস্য খন্দকার আল ইমরানসহ শিবগঞ্জ উপজেলার সকল জনপ্রতিনিধি, সুশীলসমাজ ও সংবাদকর্মীবৃন্দ।

পরে জেলা পুলিশ সুপার বগুড়া উপস্থিত সকলকে বাল্য বিবাহ প্রতিরোধে শপথ বাক্য পাঠ করেন।

আগস্ট ২১, ২০১৯ at ১৩:০৫:২৯ (GMT+06)
দেশদর্পণ/আহা/এএল/আরআই/আজা