বাসচাপায় শিশু রায়হান নিহত, সড়ক অবরোধ

কুড়িগ্রামের নাগেশ্বরীতে বাস চাপায় রায়হান (১০) নামে একটি শিশু নিহত হয়েছে। আজ (২১ আগস্ট) সকাল ৮টার দিকে নাগেশ্বরী উপজেলা সদরের আরডিআরএস কার্যালয় সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই এলাকাবাসী সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দিয়েছেন। রায়হান উপজেলার পৌর এলাকার বানুর খামার গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানায়, বুধবার সকালে নাগেশ্বরী থেকে কুড়িগ্রাম গামী অরিন্দ পরিবহনের একটি বাস আরডিআরএস কার্যালয় সংলগ্ন সড়কে রায়হানকে চাপা দিলে ঘটনাস্থলেই সে নিহত হয়। পরে চালক দ্রুত বাসটি নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

আরও পড়ুন :
বিকল্প ক্ষমতাকেন্দ্র ‘হাওয়া ভবনে’ গ্রেনেড হামলার পরিকলপনার ছক
কম্পিউটার দোকানীর গলাকাটা লাশ উদ্ধার

এ ঘটনায় এলাকাবাসী সড়ক অবরোধ করে প্রতিবাদ করতে থাকে। ফলে কুড়িগ্রাম-নাগেশ্বরী সড়কে প্রায় দুই ঘণ্টার বেশি সময় যান চলাচল বন্ধ রয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এলাকাবাসীর সড়ক অবরোধ করে প্রতিবাদ করছে।

ওসি রওশন কবীর জানান, বাসটি কুড়িগ্রামে আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে। তাদের আটকের চেষ্টা চলছে।

আগস্ট ২১, ২০১৯ at ১২:৫৫:২৯ (GMT+06)
দেশদর্পণ/আহা/এএল/আজা