কম্পিউটার দোকানীর গলাকাটা লাশ উদ্ধার

লক্ষ্মীপুর সদর উপজেলায় আলমগীর হোসেন (৪৫) নামে এক কম্পিউটার দোকানীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২১ আগস্ট) সকালে সদর উপজেলার কাজির দিঘীর পাড় বাজার এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

আলমগীর হোসেন জেলার রায়পুর উপজেলার বামনী ইউনিয়নের সাইছা গ্রামের মৃত. বশির উল্যাহর ছেলে। সে রায়পুর পৌর শহরের শাহী হোটেল সংলগ্ন তানহা কম্পিউটারের মালিক। এছাড়াও তিনি নারিকেল-সুপারি, ইট, বালুসহ কয়েকটি ব্যবসার সাথে জড়িত ছিলেন।

আরও পড়ুন :
বিকল্প ক্ষমতাকেন্দ্র ‘হাওয়া ভবনে’ গ্রেনেড হামলার পরিকলপনার ছক
রোপা আমন ধান চাষে ব্যস্ত কৃষক

নিহতের স্বজনরা জানান, লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারী বাজারের এক ব্যবসায়ীর কাছ থেকে গতকাল মঙ্গলবার (২০ আগস্ট) বিকালে পাওনা ৬ লাখ টাকা আনতে যায় আলমগীর। সন্ধ্যার পর পাওনা টাকা নিয়ে বাড়ির উদ্দ্যেশে রওনা দেয় সে। কিন্তু রাতে তিনি বাড়ি পেরেননি।

পরে আত্মীয় ও পরিচিতদের বাড়িতে বহু খোঁজাখুজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। আজ সকালে একই উপজেলার কাজির দিঘীর পাড় এলাকায় তার গলাকাটা লাশ পাওয়া যায়। তবে মান্দারী বাজারের ঐ ব্যবসায়ীর নাম বলতে পারেননি স্বজনরা।

এ বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

আগস্ট ২১, ২০১৯ at ১২:৪১:২৯ (GMT+06)
দেশদর্পণ/আহা/এএল/আজা