“ইজতেমা” ঠেকাতে জুবায়ের পন্থিদের মানববন্ধন

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা পরিষদ সংলগ্ন পাকা সড়কের উপর ২০ আগষ্ট মঙ্গলবার জেলা ইজতেমার সাদ পন্থিদের বিরুদ্ধে এক মানব বন্ধন পালন করেন জুবায়ের পন্থি সমর্থকরা।
আগামী ২২ আগস্টে অনুষ্ঠিতব্য তিন দিন ব্যাপী জেলা ইজতেমা ঠেকাতে মাওলানা জুবায়ের পন্থীরা ঠাকুরগাঁও জেলা ওলামায়ে কেরাম, তাবলীগের সাথী ও সর্বস্তরের তাওহীদির ব্যানারে মানববন্ধনে অংশ নেন।
এ সময় বক্তরা বলেন তাবলীগ জামাতের বিতর্কিত ব্যক্তি সাদ পন্থীরা জেলা ইজতেমা যেন না করতে পারে এজন্য প্রশাসনকে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। এরপরও যদি সেখানে ইজতেমা হয় প্রয়োজনে মাথার পাগড়ি কোমরে বেঁধে আমরা প্রতিহত করবো।

চট্রগ্রামের হাটহাজারী থেকে আল্লামা শফি সাহেবকে এনে গণজামায়েত করা হবে। মানববন্ধনে এমন বক্তব্য রাখেন, নেকমরদ ওলামা পরিষদ সম্পাদক রাজিউল ইসলাম রাজু, ওলামাদের মুরব্বী মাহমুদুল্লাহ, লাহিড়ী জামে মসজিদের খতিব মজিবুর রহমান। পীরগঞ্জ ইমাম ওলামা পরিষদ সম্পাদক নুরুজাম্মানের পরিচালনায় আরো বক্তব্য রাখেন ঠাকুরগাঁও মারাক্কাজ মসজিদের ইমাম জামিল আহাম্মেদ, তাবলীগ জামাতের জেলা জিম্মাদার বদরুজাম্মান কামাল, প্রারম্ভিক বক্তা মহিলা মাদ্রাসার অধ্যক্ষ জাহাঙ্গীর আলম, জেলা ইমাম ওলামা পরিষদ সভাপতি উবাইদুল মতিন প্রমূখ।

আরো পড়ুন:
চাকুরী বাঁচাতে হাসপাতালেই ধর্ষিতাকে বিয়ে করলেন পুলিশ সদস্য
কোটচাঁদপুর মহিলা বিষয়ক কর্মকর্তাকে ‘মাদার তেরেসা গুণীজন’ সম্মাননা পদকে মনোনিত

তাবলীগ জামাতের ৩ দিনব্যাপী (২২-২৪ আগষ্ট) জেলা ইজতেমা করতে রাণীশংকৈল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সকল প্রস্তুতি সম্পন্ন করছে সাদ পন্থী তাবলীগ জামাতের সমর্থকরা।

এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান বলেন ইজতেমা ব্যাপারে অনুমতি দেওয়ার মালিক জেলা প্রশাসক মহোদয়। তবে আইনশৃংখলা রক্ষার্থে সজাগ সর্তক অবস্থানে আমরা রয়েছি।

আগস্ট ২০, ২০১৯ at ২২:৪৬:২৯ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/এইচকে/আজা